বিশ্বের এই ১২ দেশে নাগরিকদের দিতে হয় না আয়কর! পুরো রোজগারই আসে ঘরে

বাংলা হান্ট ডেস্ক: আজ সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট (Union Budget 2023) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০১৯ সালে দ্বিতীয় বার ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার। আগামী নির্বাচনের আগে এটিই এই দ্বিতীয় মেয়াদের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। গতকাল থেকে বাজেট অধিবেশন শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী নির্বাচনেও ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি। তাই ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে এ বারের বাজেট। মধ্যবিত্তের জন্য একাধিক ছাড় থাকতে পারে বলেও মত তাঁদের।

২০২৩-২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে কর পরিকাঠামোয় কিছু বদল আনা হতে পারে বলে শোনা গিয়েছিল। জানিয়ে রাখি, একটি দেশের আয়ের অন্যতম প্রধান উৎস হল কর। বিভিন্ন ক্ষেত্রে কর লাগু করা হলেও আয়করের গুরুত্ব সব দেশের কাছেই বেশি। ভারত-সহ নানা দেশের নাগরিকদেরই আয়কর বাবদ বিপুল অর্থ দিতে হয় সরকারকে। কিন্তু বিশ্বে এমনও কিছু দেশ আছে যেখানে নাগরিকদের থেকে এক পয়সা আয়করও নেওয়া হয় না। তালিকায় সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের মতো দেশও রয়েছে। 

income tax

১। বাহামাজ: এই দেশটিকে পর্যটকদের জন্য স্বর্গ আখ্যা দেওয়া হয়। পশ্চিমের এই ছোট্ট দেশের নাগরিকদের আয়কর দিতে হয় না।

২। সংযুক্ত আরব আমিরশাহি: বিশ্বের ধনীতম দেশগুলির কথা বললে সংযুক্ত আরব আমিরশাহির নাম আসতে বাধ্য। তেল ও পর্যটন ব্যবসার ফলে এই দেশের অর্থনীতি খুবই শক্তিশালী। মূলত এই কারণে এই দেশের নাগরিকদের আয়কর থেকে মুক্তি দেওয়া হয়েছে।

৩। বাহারাইন: এই দেশেও নাগরিকদের থেকে এক পয়সা আয়কর বাবদ গ্রহণ করে না সরকার। 

income tax

৪। ব্রুনেই: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনেইতেও তেলের ভান্ডার রয়েছে। ইসলামিক এই দেশেও নাগরিকদের আয়কর দিতে হয় না।

৫। কেম্যান: উত্তর আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত কেম্যান দ্বীপ। ছোট্ট এই দ্বীপরাষ্ট্রটিও পর্যটকদের জন্য আদর্শ স্থান। ছুটি কাটাতে দেশ-বিদেশ থেকে এখানে ভিড় জমান পর্যটকরা। এখানকার নাগরিকদেরও নিজেদের আয়ের উপর কোনও কর দিতে হয় না।

৬। কুয়েত: গালফ অঞ্চলের দেশ কুয়েত তেলের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে। এই কারণে তাদের অর্থনীতিও অনেকটাই শক্তিশালী। বাহারাইনের মতোই এই দেশের সরকারও নাগরিকদের থেকে আয়কর নেয় না।

102644 income tax return helpline pixabay

৭। ওমান: গালফ অঞ্চলের আরও একটি দেশ ওমানও রয়েছে এই তালিকায়। এই দেশও তেল ও গ্যাসের ক্ষেত্রে দারুণ ব্যবসা করছে। তেল ও গ্যাস রফতানি করে তাদের অর্থনীতিও বেশ শক্তিশালী। ফলে এখানেও নাগরিকদের থেকে আয়কর নেয় না সরকার।

৮। কাতার: সাম্প্রতিক ফিফা বিশ্বকাপের জন্য এখন সকলের কাছেই পরিচিত কাতার। এই দেশটিও তেল রফতানি করে ব্যাপক ধনী হতে পেরেছে। দেশটি ছোট হলেও এখানকার নাগরিকরা খুবই ধনী। এই দেশের সরকার তাদের নাগরিকদের থেকে আয়কর নেয় না।

৯। মলদ্বীপ: ইদানিংকালের ভারতীয়দের খুবই পছন্দের পর্যটন স্থান হল মলদ্বীপ। মূলত পর্যটনের উপরেই দাঁড়িয়ে রয়েছে এই দেশের অর্থনীতি। শুধু ভারতীয়রাই নন, বিশ্বের নানা দেশের পর্যটকরাই এই দ্বীপরাষ্ট্রে ভিড় জমান। এখানকার নাগরিকরাও আয়কর থেকে মুক্ত।

INCOME TAX

১০। মোনাকো: ইউরোপের ছোট্ট একটি দেশ মোনাকো। মূলত ফর্মুলা ১ রেসের জন্য বিখ্যাত এই দেশটি। এখানেও অত্যন্ত ধনী ব্যক্তিরা বসবাস করেন। কিন্তু তাঁরাও আয়কর থেকে মুক্ত।

১১। নাউরু: বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল নাউরু। মাত্র ৮.১ বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে এই দেশ। এখানেও নাগরিকদের আয়কর দিতে হয় না সরকারকে।

১২। সোমালিয়া: পূর্ব আফ্রিকার একটি দেশ সোমালিয়া। তবে এই দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল নয়। এখানকার নাগরিকরা রোজই দারিদ্রের সঙ্গে যুদ্ধ করে চলেছে। এমতাবস্থায় তাঁদের থেকে আয়কর নেয় না সরকার। 

Subhraroop

সম্পর্কিত খবর