১২ টি বাড়তি ট্রেন! গঙ্গাসাগরে তীর্থযাত্রী সুরক্ষায় প্রথমবার রেলপথে কেন্দ্রীয় বাহিনী

বাংলা হান্ট ডেস্কঃ গঙ্গাসাগর (Gangasagar) মেলায় তীর্থযাত্রীদের জোয়ার সামলাতে ১২টি বিশেষ লোকাল ট্রেন (Local Train) চালাবে রেলকর্তৃপক্ষ। একই সঙ্গে প্রথমবার রেলপথে গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের সুরক্ষায় থাকবে হাজির হবে কেন্দ্ৰীয় বাহিনী। এক কোম্পানি আরপিএসএফ অনুমোদন করেছে রেল বোর্ড।

এই বিষয়ে পূর্ব রেলের আরপিএফের আইজি পরম শিব জানিয়েছেন, এক কোম্পানি আরপিএফের (RPF) পাশাপাশি হাওড়া, মালদহ ও আসানসোল ডিভিশন থেকে ১১০ জন রক্ষীকে আনা হচ্ছে শিয়ালদহে। শুধু তাই নয়, পাশাপাশি গঙ্গাসাগরের বিশাল ভিড় সামালাতে ১২টি বিশেষ লোকাল ট্রেন চালাবে রেল। পথভোলা যাত্রীদের সহযোগিতায় শিয়ালদহ দক্ষিণ শাখার গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে থাকছে বিশেষ বাহিনী।

অন্যদিকে, শিয়ালদহ রেল পুলিশ সুপার বি ভি চন্দ্রশেখর জানিয়েছেন, শিয়ালদহ রেল পুলিশ কর্মী ছাড়া আরও বাড়তি ১০০ পুলিশ কর্মী বাইরে থেকে আনা হচ্ছে তীর্থযাত্রীদের সুরক্ষা প্রদান করতে। বিগত দুবছরের করোনার জোয়ার কাটিয়ে এবারের গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীদের ভীড় যে নজর কাড়ার মত হবে, তা বলার অপেক্ষা রাখে না। লাগামছাড়া ভিড়ে শৃঙ্খলা বজায় রাখতে, পাশাপাশি অপরাধ দমনে সক্রিয় থাকবে আধা সামরিক বাহিনী।

প্রসঙ্গত, গঙ্গাসাগরের নিকটতম রেল স্টেশন কাকদ্বীপ। ধারণা করা হচ্ছে কাকদ্বীপ স্টেশনেই বড় সংখ‌্যার তীর্থযাত্রীদের সমাগম ঘটবে। সেই স্টেশনেই নামবেন বহু যাত্রী। ফলে তাঁদের সকলকে সুরক্ষা প্রদান করতে প্রচুর পরিমানে পুলিশ মোতায়েন হবে। এবিষয়ে ভারপ্রাপ্ত ডিএসপি নরেন্দ্রনাথ দত্ত জানান, যাত্রীদের সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। পাশাপাশি অপরাধ দমনে কড়া নজরদারি চলবে।

gangasagar

সূত্রের খবর, ১২ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত শিয়ালদহ, কলকাতা, কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর থেকে ১২ বিশেষ লোকাল চালাবে রেল। ১৫ নম্বর অথবা ২৩ নম্বর স্টেশন থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার থেকে গঙ্গাসাগরের জন‌্য ট্রেন চলবে। বর্তমানে শিয়ালদহ দক্ষিণ শাখার পাঁচটি টিকিট কাউন্টার রয়েছে। মেলা উপলক্ষে সেখানে আরও দু’টি কাউন্টার বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর