বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার অর্থাৎ ২৮ অগাস্ট সারা দেশে (India) ১২ টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি স্থাপনের অনুমোদন দিয়েছে। এতে প্রায় ১০ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। বিষয়টি পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি সম্পর্কে জানিয়েছেন যে “কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ জাতীয় শিল্প করিডোর উন্নয়ন কর্মসূচির অধীনে ১২ টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটির অনুমোদন করেছে। এটি দেশীয় উৎপাদনকে উৎসাহিত করবে। এই স্কিমে ২৮,৬০২ কোটি টাকা বিনিয়োগ করা হবে।”
ভারতে (India) তৈরি হবে ১২ টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট সিটি:
বৈষ্ণব বলেছেন যে, দেশের (India) ১০ টি রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা ৬ টি বড় অর্থনৈতিক করিডোর ভারতের উৎপাদন ক্ষমতা এবং অর্থনৈতিক বৃদ্ধির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। এই শিল্পাঞ্চলগুলি উত্তরাখণ্ডের খুরপিয়া, পাঞ্জাবের রাজপুরা-পাতিয়ালা, মহারাষ্ট্রের দীঘি, কেরালার পালাক্কাদ, উত্তর প্রদেশের আগ্রা এবং প্রয়াগরাজ, বিহারের গয়া, তেলেঙ্গানার জহিরাবাদ, অন্ধ্রপ্রদেশের ওরভাকাল এবং কোপ্পারথি ও রাজস্থানের যোধপুর-পালিতে অবস্থিত।
#WATCH | After the cabinet meeting, Union Minister Ashwini Vaishnaw says, “…Cabinet today approved 12 Industrial Smart Cities under National Industrial Corridor Development Programme. The government will invest Rs 28,602 crore for this project…” pic.twitter.com/KxNYqNZ5dT
— ANI (@ANI) August 28, 2024
বৈষ্ণব জানান, প্রস্তাবিত ১২ টি ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট শহরগুলি প্রায় ১.৫২ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সুযোগ তৈরি করবে। তাঁর মতে, এই পদক্ষেপটি দেশের (India) শিল্পের দৃশ্যপটকে রূপান্তরিত করবে এবং শিল্পের ওপর ভিত্তি করে শহরগুলির একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করবে। যা উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক বৃদ্ধি এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতাকে বাড়িয়ে তুলবে।
আরও পড়ুন: ICC র্যাঙ্কিংয়ে ফের বজায় থাকল রোহিত-কোহলিদের দাপট! কপাল পুড়ল পাক তারকা বাবর আজমের
বৈষ্ণব বলেন, ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলিকে বিশ্বমানের গ্রিনফিল্ড স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে। এই পদ্ধতিটি নিশ্চিত করে যে, এই ইন্ডাস্ট্রিয়াল স্মার্ট শহরগুলি উন্নত পরিকাঠামোতে সজ্জিত হবে। যা শিল্প কার্যক্রমকে দক্ষতার সাথে সমর্থন করতে পারে। তিনি বলেন, ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্রোগ্রাম উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলে অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, ১০ লক্ষ প্রত্যক্ষ চাকরি এবং ৩০ লক্ষ পরোক্ষ চাকরির সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। এই প্রকল্পগুলি প্রায় ১.৫২ লক্ষ কোটি টাকার বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে।
আরও পড়ুন: এবার বন্ধ হয়ে যাবে আনলিমিটেড কলিং ও ডেটা যুক্ত রিচার্জ? Airtel-Jio-Vi-র সাথে কি পরামর্শ TRAI-এর?
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান যে, কেন্দ্রীয় মন্ত্রিসভা জলবিদ্যুতের উন্নয়নের জন্য উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ৪,১৩৬ কোটি টাকার ইক্যুইটি সমর্থনের অনুমোদন করেছে। এছাড়া রেলের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, মন্ত্রিসভা সারা দেশের (India) ২৪৩ টি শহরে বেসরকারি এফএম রেডিওর ৭৩৪ টি চ্যানেলের নিলামের অনুমোদন দিয়েছে।