ভারতের বিরুদ্ধে নালিশ জানিয়ে বাইডেনকে চিঠি ১২ মার্কিন সাংসদের, ধোপে টিকল না অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক : ভারতের বিরুদ্ধে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনকে নালিশ জানিয়ে চিঠি দিলেন ১২ জন মার্কিন সাংসদ। ভারত নাকি বিশ্ব বাণিজ্যিক সংস্থার নিয়ম ভঙ্গ করছে। ভারতের এই বাণিজ্য নীতিতে চরম ক্ষতিগ্রস হচ্ছে আমেরিকার চাষী ও পশুপালকরা।

ঠিক কী অভিযোগ ওই সাংসদদের?

সাংসদরা যে চিঠি জো বাইডেনকে লিখেছিলেন, সেই চিঠির বয়ান সামনে এসেছে। সেখানে লেখা হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লুটিও-এর নিয়ম হল, কোনও দেশ তার উৎপাদনের ১০ শতাংশের বেশি ছাড় দেওয়া যাবে না। কিন্তু ওই ১২ সাংসদের অভিযোগ,  ভারত কোনও কোনও পণ্যে ১০ শতাংশের অনেক বেশি ছাড় দিয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে মার্কিন চাষি ও ব্যবসায়ীদের উপর। বহু বার আবেদন করার পরও নাকি তাদের কথায় কর্ণপাত করেনি ভারত। শুধু তাই নয়, ওই সাংসদদের দল ভারতের অনিয়মের পাশাপাশি আঙুল তুলেছে বাইডেনে সরকারের অক্ষমতার দিকেও। ভারতকে নিয়ন্ত্রণ ব্যর্থ আমেরিকা। এমনই অভিযোগ তাঁদের। ওই পত্রে আরও লেখা ছিল যে, ভারতের এই ধরনের আচরণে ক্ষতিগ্রস্থ হচ্ছে মার্কিন উৎপাদনকারীরা। আমেরিকার যে সাংসদরা বাইডেনকে চিঠি লিখেছেন তাঁদের মধ্যে ট্রেসি ম্যান রিক কোফোর্ডের রাজনীতিবিদরাও আছেন।

তবে মার্কিন সাংসদদের এই দাবি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সামনে ধোপে টেকেনি বলেই জানা যাচ্ছে। শুধু তাই নয়, ভারতকে এই নিষয়ে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল একাধিক দেশ। প্রত্যেকটি দেশই নিজেদের কৃষক সমাজের নিরাপত্তার জন্যই সমর্থন করেছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, শেষ পর্যন্ত লোয়ার ডেভেলপমেন্ট বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে যাওয়া দেশগুলোকে নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দ্বাদশ মন্ত্রী পর্যায়ের বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে না। এ ছাড়া আরও বিভিন্ন বিষয়ে মতানৈক্যের কারণে বৈঠক এক দিন বাড়ানো হয়েছিল বলে জানা যাচ্ছে।

যেসব দেশের এলডিসি উত্তরণ ঘটতে পারে তারা দাবি করেছিল, উত্তরণ টেকসই করতে তাদের এলডিসি সুবিধা আরও অন্তত তিন বছর বৃদ্ধি করা হোক। বিশেষ করে, তারা অগ্রাধিকারমূলক বাজারসুবিধা সম্প্রসারণের জন্যও দাবি করেছিল বলে জানা যায়। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে, তারা সব দেশকেই এই সুবিধা দিতে নারাজ। কোন দেশের কী সুবিধা প্রয়োজন, সে বিষয়ে তারা যেন দ্বিপক্ষীয় আলোচনায় বসে।


Sudipto

সম্পর্কিত খবর