রেশন নেওয়া নিয়ে তৃণমূলে ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব! দেগঙ্গায় আহত অন্তঃসত্ত্বা মহিলাসহ ১২ জন

বাংলা হান্ট ডেস্কঃ রেশন নেওয়াকে কেন্দ্র করে আচমকাই উত্তেজনা ছড়াল গোটা এলাকায়। এই ঘটনায় অভিযোগের তির উঠেছে তৃণমূলের দিকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এই ঘটনায় বর্তমানে 10 থেকে 12 জনের গুরুতর জখম হওয়ার খবর মিলেছে। যেখানে এক অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি গোটা এলাকায় দ্রুত বিশাল পুলিশ এসে পৌঁছায়। যদিও বর্তমানে পুলিশের হাতে ধরা পড়েনি কেউই!

ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গার বেড়াচাঁপা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর চাঁদপুর এলাকায়। এই অঞ্চলের একটি দোকানে গত সাতদিন ধরে রেশন দেওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। বিগত দিনগুলিতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও এদিন আচমকাই লাইনে দাঁড়িয়ে থাকা জনসাধারণের উপর ইট ও লাঠি নিয়ে চড়াও হয় একদল মানুষ। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, কিছু বুঝে ওঠার আগেই সেই হামলার দরুণ জখম হয়ে পড়েন অসংখ্য মানুষ। এমনকি লাইনে দাঁড়িয়ে থাকা এক অন্তঃসত্ত্বা মহিলাও সেই হামলার হাত থেকে বাদ যাননি! পরবর্তীকালে স্থানীয় থানায় খবর দেয়া হলে দ্রুত হাজির হয় বিশাল পুলিশ বাহিনী এবং তাদের আসার পরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এই অঞ্চলে বিগত বেশ কয়েকদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে মতভেদ চলে আসছে। এক গোষ্ঠীর মাথা হল শামসুজ্জামান এবং অপর গোষ্ঠীর প্রধান আব্দুল হাকিম মোল্লা। শেষের জন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বলেও জানা গিয়েছে। এই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এদিন ভয়ঙ্কর রূপ নেয়। এই ঘটনায় আপাতত পুলিশের হাতে কোন অভিযুক্ত ব্যক্তি ধরা না পড়লেও খুব দ্রুত তাদের জেল হেফাজতে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।


Sayan Das

সম্পর্কিত খবর