একবার বিনিয়োগেই প্রতিমাসে মিলবে ১২ হাজার টাকা পেনশন! LIC-র এই স্কিমের সামনে ফেল সবাই

বাংলা হান্ট ডেস্ক : মাত্র একবার দিন প্রিমিয়ামের টাকা। আর জীবনভর পেয়ে যান প্রতি মাসে ১২,০০০ টাকা। প্রতি মাসে এই টাকার আশ্বাস দিচ্ছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশেন অফ ইন্ডিয়া (Life Insurance Corporation)। সরল পেনশন যোজনায় (Saral Pension Yojana) বিনিয়োগ করে এই সুবিধা আপনি পেতে পারেন।

একবার টাকা রেখে প্রতি মাসে পেনশনে : ডিজিটাল ইন্ডিয়ার যুগে ক্রমবর্ধমান আর্থিক প্রতারণার সংখ্যা। সুরক্ষিত নিশ্চিত ভবিষ্যতের জন্য ভেবে দেখতে পারেন ভারতীয় জীবন বিমা নিগমের এই সরল পেনশন যোজনার ব্যাপারে (Saral Pension Yojana)। একবার টাকা রেখে প্রতি মাসে পেনশনের সুযোগ দিচ্ছে এই যোজনা। বয়সকালে যা আমাদের পথের সাথী হতে পারে।

পলিসির যাবতীয় তথ্য : LIC Saral Pension Plan আসলে একটা ‘ওয়ান টাইম ইনভেস্টমেন্ট’।গত ১ জুলাই থেকেই চালু হয়ে গেছে এই ভারতীয় জীবন বিমা নিগমের পেনশন যোজনা। জেনে নিন এই পলিসির যাবতীয় তথ্য।

দু’ভাবে করতে পারেন পলিসি : সিঙ্গল লাইফ-এর ক্ষেত্রে এই পলিসি শুধুমাত্র একজন ব্যক্তির নামে হতে পারে। পলিসির নিয়ম অনুসারে যতদিন আমানতকারী বেঁচে থাকবেন ততদিনই তিনি প্রিমিয়ামের টাকা পাবেন। পলিসি হোল্ডারের মৃত্যুর পর তাঁর উত্তারাধিকারী সেই পেনশন বা বেস প্রিমিয়াম আজীবনকাল পাবেন।

LIC PTI

যে ব্যক্তি বেশিদিন বাঁচবেন তিনিই পেনশন পাবেন : জয়েন্ট লাইফ-এর এই পলিসির ক্ষেত্রে স্বামী-স্ত্রী দু’জনের জন্যই লাইফ কভারেজ রয়েছে। সেই ক্ষেত্রে যে ব্যক্তি বেশিদিন বাঁচবেন তিনিই পেনশন পাবেন।দু’জনেই মারা গেলে পরবর্তীকালে তাঁদের উত্তারাধিকারী বা নমিনি সেই পেনশনের বেস প্রিমিয়ামটুকু পাবেন বলে জানা যাচ্ছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর