বাংলা হান্ট ডেস্ক: খাস কলকাতায় ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। এবার প্রাণ হারাল মাত্র ১২ বছরের এক কিশোরী। শনিবার এম আর বাঙুর হাসপাতালে (M R Bangur) বিজয়গড় এলাকার বাসিন্দা ওই কিশোরীর মৃত্যু হয়েছে। তাঁর ডেথ সার্টিফিকেটে (Death Certificate) ডেঙ্গির উল্লেখ রয়েছে।
জানা গিয়েছে, ওই মৃত কিশোরীর নাম ডোনা দাস। বয়স ১২ বছর। যাদবপুরের বিজয়গড়ের (Jadavpur Bijaygarh) বাসিন্দা সে। যাদবপুর গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ডোনা গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল। বাড়িতেই চিকিৎসা চলছিল তার। এরপর বৃহস্পতিবার ডেঙ্গি (Dengue) রিপোর্ট পজিটিভ আসে। শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এম আর বাঙুর হাসপাতালের জরুরি বিভাগে (Emergency) তাকে নিয়ে আসা হয়।
হাসপাতাল সূত্রে খবর, শনিবার দুপুরেই হৃদরোগে আক্রান্ত হয় ডোনা। এরপর দুপুর দুটো নাগাদ তাকে এম আর বাঙুর হাসপাতালের জরুরিকালীন বিভাগে নিয়ে আসা হয়। সিসিইউতে (CCU) নিয়ে যাওয়ার আগেই জরুরিকালীন বিভাগেই মৃত্যু হয় ওই কিশোরীর। চিকিৎসকেরা জানিয়েছেন, বাড়িতে রেখে ডোনার চিকিৎসা করা হচ্ছিল। একেবারে শেষ মুহূর্তে তাকে হাসপাতালে আনা হয়। আগে হাসপাতালে আনা হলে হয়তো এই ধরনের ঘটনা ঘটত না।
১২ বছরের এই কিশোরীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ তার পরিবার। মৃত ওই কিশোরীর মা দোলা দাস বলেন, ‘মেয়ের জ্বরের চিকিৎসা চলছিল। কিন্তু এত বাড়াবাড়ি হবে বুঝতে পারিনি।’
উল্লেখ্য, কলকাতা-সহ গোটা রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক। নদিয়া (Nadia), মুর্শিদাবাদ (Murshidabad) এবং উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) নিয়ে চিন্তিত জেলা প্রশাসন। এই তিন জেলায় ডেঙ্গি অতি সক্রিয় বলে জানা গিয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ডেঙ্গিতে ৪০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে ২৬ হাজার। সরকারের তরফে, সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে।