মাত্র ১২০০টাকায় নর্থবেঙ্গল ঘোরার সুযোগ দিচ্ছে মমতার সরকার

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরবঙ্গ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর। এখানে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে পর্যটন কেন্দ্র। যেমন রায়মাটাং, জলসা, চিলাপাতা, ফাসখাওয়া, জয়ন্তি, কালিখোলা ইত্যাদি। পর্যটকদের সামনে নিজের অপরূপ সৌন্দর্য মেলে দেয় উত্তরবঙ্গ।

এবার নামমাত্র খরচে উত্তরবঙ্গ ঘোরার সুযোগ দেবে মমতার সরকার। উত্তরবঙ্গের পর্যটন প্রসারে উদ্যোগী হয়েছে তাই এবার ১২০০ টাকায় উত্তরবঙ্গ দেখার সুযোগ দিতে চলেছে রাজ্য সরকার। গত সোমবার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। চলতি বছর নভেম্বর মাসে পর্যটন উৎসবের আয়োজন করা হবে বলে জানান গৌতম দেব। রাজাভাতখাওয়া সহ একাধিক জায়গায় পালিত হবে এই পর্যটন উৎসব।

পর্যটক দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, শিশুদের জন্য কোনও টাকা নেওয়া হবে না। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতেছে ভ্রমণপিপাসু মানুষেরা। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে পর্যটন শিল্পের ব্যাপক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

Screenshot 2019 0810 204230

রাজ্য সরকারের এই উদ্যোগের জন্য এবার তারা সুদিনের মুখ দেখবে এমনটাই মনে করছেন এলাকার ব্যবসায়ীরা। এই বিষয়ে আরও আপডেট পেতে ফলো করুন পর্যটন দপ্তরের ফেসবুক পেজ।

Udayan Biswas

সম্পর্কিত খবর