বাংলা হান্ট ডেস্কঃ দেশে করোনা সংক্রমিতদের সংখ্যা ৩৭ হাজার পার করেছে। আর এর মধ্যেই কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) দিল্লীর ব্যাটেলিয়নের ১২ জওয়ানের মধ্যে করোনার রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। ওই জওয়ানরা ময়ূর বিহারের ৩১ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য। এর সাথে করোনা ভাইরাসে সংক্রমিত CRPF জওয়ানদের সংখ্যা বেড়ে ১২২ হয়ে গেল। এখনো পর্যন্ত ১৫০ জন জওয়ানের রিপোর্ট আসা বাকি। আপাতত গোটা এলাকাকে সিল করে দেওয়া হয়েছে।
এক সিনিয়র আধিকারিক নিউজ এজেন্সি PTI কে জানায় যে, মোট ২৭৩ জন জওয়ানের স্যাম্পেল নেওয়া হয়েছে। এদের মধ্যে ১২২ জন টেস্ট পজেটিভ এসেছে আর ১৫০ জনের রিপোর্ট আসা বাকি। সংক্রমিত জওয়ানদের চিকিৎসা চলছে দিল্লীর হাসপাতালে।
এর আগে সাব-ইনস্পেক্টর র্যাংকের এক ৫৫ বছর বয়সী জওয়ানের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ২৬ এপ্রিল ১৫ সিআরপিএফ জওয়ানের রিপোর্ট পজেটিভ এসেছিল। যার মধ্যে এক সহায়ক সাব ইনস্পেক্টর এবং চার হেড কনস্টেবল ওই ব্যাটেলিয়নের অংশ। এর দুইদিন আগে ২৪ এপ্রিলে ৯ জন আরও জওয়ানের রিপোর্ট পজেটিভ এসেছিল।
আরেকদিকে মহারাষ্ট্রের মালেগাওতে ৪০ পুলিশকর্মীর রিপোর্ট পজেটিভ এসেছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, ওই পুলিশকর্মীরা শহরের কন্টেনমেন্ট এলাকার ডিউটিতে ছিলেন। মালেগাও নতুন করোনা হটস্পট হিসেবে উঠে এসেছে। বিগত ২৪ ঘণ্টায় সেখানে ৮২ টী নতুন মামলা সামনে এসেছে। শুধুমাত্র মালেগাওতেও করোনার রোগীর সংখ্যা ২৫৮ হয়ে গেছে।
কেন্দ্রীয় স্বাস্থ মন্ত্রালয়ের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশজুড়ে করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৩৩৬ হয়ে গেছে। এদের মধ্যে ২৬ হাজার ১৬৭ টি মামলা সক্রিয়। করোনার কারণে এখনো পর্যন্ত দেশে ১ হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। আর ৯ হাজার ৯৫০ জন এই ভাইরসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। দেশে বিগত ২৪ ঘণ্টায় করোনার নতুন করে ২ হাজার ২৯৩ টি মামলা সামনে এসেছে। এবং ৬৯ জনের মৃত্যু হয়েছে।