১৩ সেপ্টেম্বর মমতা ব্যানার্জী সরকারি কর্মীদের জন্য করতে চলেছেন বড়সর ঘোষণা

সপ্তদশ লোকসভা নির্বাচনে ব্যালট বক্সে মুখ থুবড়ে পড়েছে শাসক শিবিরের ফলাফল। তাই বিধানসভা নির্বাচনে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ জন্মাতে দিলে ফল যে খুব একাট ভালো হবে না তা হারে হারে বুঝছে শাসক শিবির। তাই পুজোর আগেই সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। আগামী 13 সেপ্টেম্বর তারিখে কলকাতায় সরকারি কর্মীদের নিয়ে একটি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কসবায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বর্ধিত বৈঠকে উপস্থিত হয়ে এই কথাই জানিয়েছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী।

west bengal 7591

শুভেন্দু অধিকারীর বৈঠকের কথা ঘোষণার পরই রাজ্য সরকারী কর্মচারীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। কারণ, দীর্ঘদিন ধরে ডিএ ও বেতন কমিশন নিয়ে সমস্যা চলছে রাজ্য সরকার ও সরকারী কর্মচারীদের মধ্যে। ইতিমধ্যেই স্যাটের রায়ে এক বছরের মধ্যে কর্মচারীদের বেতনও সহ বকেয়া ডিএ দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেই নড়েচড়ে বসেছে নবান্ন কর্তৃপক্ষ। বেতন কমিশন নিয়ে রিপোর্টও জমা পড়েছে নবান্নে। যদিও অনুমোদন বাকি। ডিএ নিয়ে সেভাবে ততপরতা না দেখা গেলেও মনে করা হচ্ছে 13 সেপ্টেম্বরের ওই বৈঠকে সেই সংক্রান্ত বিষয়েই আলচনা হতে পারে।

অন্যদিকে বেতন কমিশন নিয়ে কমিশনের তরফ থেকে দুটি রিপোর্ট লেখা হয়েছে। তাই শীঘ্রই ষষ্ঠ বেতন কমিশন রাজ্যে চালু হতে চলেছে বলেই আশা। যদিও এখনও অবধি ইমপ্লিমেন্টেশন কমিটি তৈরি করেনি রাজ্য সরকারেন কিন্তু যেহেতু ডিসেম্বর মাসে বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে তাই নতুন বছরেই সুখবর আসতে পারে সরকারি কর্মচারীদের। এমনটাই মনে করা হচ্ছে।


সম্পর্কিত খবর