ইলন মাস্কের সংস্থায় চাকরি পেল ১৪ বছরের কিশোর! তাঁর শিক্ষাগত যোগ্যতা অবাক করবে

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক (Elon Musk)। সম্প্রতি তার সংস্থা স্পেস এক্সে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে। বিখ্যাত এই সংস্থায় এই পদে চাকরি পেয়েছেন এক কিশোর। তার বয়স মাত্র ১৪। অবাক লাগছে ? আপনি এই খবরে তাজ্জব কাইরান কোয়াজি নামক এই খুদে স্পেস এক্সে (SpaceX) চাকরি পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে।

এই বয়সে অন্যান্য পড়ুয়ারা মাধ্যমিক পরীক্ষা দেন, সেখানে কাইরান বিখ্যাত এই সংস্থায় মাসিক লক্ষ টাকার চাকরি পেয়েছেন। ইলন মাস্কের সংস্থায় ইন্টারভিউ এর মাধ্যমে এই চাকরি ছিনিয়ে নিয়েছেন এই খুদে। স্পেস এক্স সংস্থার সর্বকনিষ্ঠ কর্মী হতে চলেছেন ১৪ বছর বয়সী কাইরান। কাইরান কোয়াজি (Kairan Quazi) সান ফ্রান্সিসকোর (San Francisco) বাসিন্দা।

সম্প্রতি সে স্নাতক হয়েছে সান্টা ক্ল্যারা ইউনিভার্সিটি স্কুল অব ইঞ্জিনিয়ারিং থেকে। লা পজিটাস কমিউনিটি কলেজে কাইরান ভর্তি হন মাত্র নয় বছর বয়সে। এছাড়াও সে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে অ্যাসোসিয়েট অব সায়েন্স (অঙ্ক)। বলা বাহুল্য, এত কম বয়সে তাকে সুযোগ দেওয়ার জন্য কাইরান ধন্যবাদ জানিয়েছেন ইলন মাস্ককে।

এত অল্প বয়সে এই পরিমাণ সাফল্য পাওয়ার পর কাইরান জানিয়েছেন, “সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সবাই অবাক হয়েছিল। কিন্তু কিছুদিন পর সবাই বুঝতে পারে যে আমি আর পাঁচটার মানুষের মতোই সাধারণ।” কাইরান জানান, তিনি যোগদান করতে চলেছেন স্পেস এক্সের স্টারলিঙ্ক টিমে।

লিঙ্কডইন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কাইরান পড়াশোনা করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং- নিয়েও। পাশাপাশি ইন্টারশিপও করেছেন সাইবার ইন্টেলিজেন্স স্টার্ট-আপ সংস্থায়। সব মিলিয়ে বলা যায়, এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই কিশোর।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর