১৪০ কেজি ওজন, তার পরেও মাঠ মাতালেন

Published On:

অমিত সরকারঃ  বাংলা প্রবাদ রয়েছে ওজন বুঝে ভলা উচিত।কিন্তু বাস্তবের পটভূমিতে ওজন কে হার মানিয়ে বিশ্বক্রিকেটে অতিকায় এক জনের আবির্ভাব। তাও আবার ক্যারিবিয়ান দের দেশে।

ওজন ১৪০ কেজি, উচ্চতাও ৬ ফুটের বেশি। এমনই এক বিশালকায় ক্রিকেটারের ভারতের বিরুদ্ধে অভিষেক হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের কিংস্টন সাবাইনা পার্কে। আর শুক্রবার দ্বিতীয় টেস্টের প্রথমদিনের আকর্ষণ পুরোটাই শুষে নিলেন নতুন এই ক্যারিবিয়ান রাখিম কর্ণওয়াল।

বিশাল শরীর নিয়েই ২৭ ওভার, ৮টা মেডেন সহ ৬৯ রান দিয়ে নিলেন চেতেশ্বর পূজারার মূল্যবান উইকেট।ওয়েষ্ট ইন্ডিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের বলে দুটি দুর্দান্ত ক্যাচও নিলেন ১৪০ কেজির ক্রিকেটার কর্ণওয়াল।

সম্পর্কিত খবর

X