হাওড়ার পর এবার উলুবেড়িয়া, অশান্তি ঠেকাতে কড়া সিদ্ধান্ত নিল প্রশাসন

বাংলাহান্ট ডেস্ক : পয়গম্বর বিতর্কে আরও সতর্ক হলো নবান্ন। অহেতুক রটনাকে থামাতে শুক্রবার রাতেই বড় সিদ্ধান্ত নিয়েছিল সরকার। হাওড়া জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এবার উলুবেড়িয়া মহকুমার বিরাট এলাকায় এলাকায় ১৪৪ ধারা জারি করল প্রশাসন। আজ ১০ জুন থেকে আগামী ১৫ জুন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা।

নবান্ন নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া মহকুমার যে অংশে ১৪৪ ধারা জারি থাকবে এই সমস্ত এলাকায় একসঙ্গে পাঁচ জনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না। প্রধানত যে এলাকাগুলিতে গত দুদিন ধরে অবরোধ, গণ্ডগোল, ভাঙচুর, পুলিশের গাড়িতে হামলা, রেল অবরোধ, আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে সেই এলাকাগুলিকেই চিহ্নিত করে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় তাই শুরুতেই কড়া পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। কোনও ধরনের অশান্তি বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে।

প্রসঙ্গত, পয়গম্বরের অবমাননা করার প্রতিবাদে বৃহস্পতিবার প্রায় ১১ ঘণ্টা অবরোধ করা হয় বম্বে রোড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে অবরোধ তুলে নেওয়ার রীতিমতো হাত জোড় করে অনুরোধ করেন। কিন্তু তাঁর কথায় কর্ণপাত না করে রাত পর্যন্ত চালিয়ে যাওয়া হয় অবরোধ কর্মসূচি। শুক্রবার আবার হাওড়ার বিস্তীর্ণ এলাকায় উত্তেজনা ছড়ানো হয়। রাতে হাওড়ার একাধিক জায়গায় বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ সংখ্যালঘুরা। শুক্রবার রাত থেকেই প্রশাসনিক স্তরে শুরু হয় কড়া পদক্ষেপ করা। আজ শনিবারও তা অব্যাহত থাকল।

Sudipto

সম্পর্কিত খবর