বাংলায় হিংসা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ১৪৬ বিশিষ্টজন চিঠি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে

বাংলাহান্ট ডেস্কঃ ২ মে বিধানসভার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসার খবর উঠে আসছিল। বিরোধী দল বিশেষ করে বিজেপির কর্মীরা এই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন। এমনকি বিজেপির অনেক কর্মীরা এখনও ঘরবাড়ি ছাড়া বলে দাবি করছে বঙ্গ বিজেপির নেতৃত্বরা। এমনকি এর আগে কোচবিহারে বহু বিজেপি কর্মী প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পাশের রাজ্য অসমেও পালিয়ে গিয়েছিল। রাজ্যপাল জগদীপ ধনকড় নিজে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করে আসেন।

এরপর রাজ্যপাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এলাকায় ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গেও দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেন, এবং সেখান থেকে তিনি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাকে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করবেন না।” তৃণমূলের নেতা-মন্ত্রীরা রাজ্যপালের এই বক্তব্যের তুমুল সমালোচনা করেন, এবং বলেন তিনি বিজেপির কর্মী হিসেবে কাজ করছেন।

বলে দিই, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করা নিয়ে দুটি মামলা দায়ের হয়েছে। প্রথমটি করা হয়েছে একটি এনজিও-র তরফ থেকে, দ্বিতীয়টি একজন আইনজীবী করেছেন। আগামী সপ্তাহে মামলায় শুনানি রয়েছে। দুটি মামলাতেই রাজ্যে ভোট পরবর্তী হিংসা কথা তুলে ধরা হয়েছে। বলে হয়েছে ২ মে-র পর রাজ্যে আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে। এমনকি রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে শাসক দল আশ্রিত গুন্ডাদের সহযোগিতা করার অভিযোগ উঠেছে সেখানে।

আর এবার পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে চিঠি গেল স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। আইনজীবী, প্রাক্তন বিচারপতি, আমলা এবং রাষ্ট্রদূত সমেত ১৪৬ জন  বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে চিঠি পাঠিয়ে পশ্চিমবঙ্গের বর্তমান পরস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে যে, রাজ্যের বর্তমান পরস্থিতি খুবই উদ্বেগজনক। এই পরিস্থিতিতে মানুষকে বাঁচাতে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করতে হবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর