শিরোনামে ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’, মোট কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে অভিষেকের?

   

বাংলা হান্ট ডেস্কঃ গত দুবছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে জোর শোরগোল রাজ্যে। সেই দুর্নীতির সাথেই জড়িয়ে পড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর নাম। নিজ মুখেই নিজের সংস্থার কথা খোলসা করেছেন তৃণমূল সাংসদ। বর্তমানে সংস্থার সিইও পদে রয়েছেন তিনি। বহুবার এই জল উৎপাদনকারী সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস-এর নাম শোনা গিয়েছে অভিষেকের মুখে। তবে এবার লোকসভা ভোট মিটতেই ফের বিপাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে নেতার সংস্থা ‘লিপস অ্য়ান্ড বাউন্ডস’ (Leaps And Bounds)।

চলতি সপ্তাহেই ইডি জানায় ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার আরও সাড়ে ১৩ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। তবে অভিষেকের সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ এত কম কেন, সেই নিয়ে এবার প্রশ্ন তোলেন হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। রীতিমতো ইডিকে তুলোধোনা করেন বিচারপতি।

গত এপ্রিল মাসে অভিষেকের ‘লিপস অ্য়ান্ড বাউন্ডস’ এর কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেকথা কলকাতা হাইকোর্টে জানায় কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই সময়ও বিরক্তি প্রকাশ করেছিলেন বিচারপতি। চলতি সপ্তাহে কলকাতা হাইকোর্টে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল। এবারে রিপোর্ট পেশ করে আদালতে ইডি জানায়, এখনও পর্যন্ত ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ থেকে ১৪৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার বর্তমান বাজারমূল্য অন্তত ২৫০ কোটি টাকা।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর। সেই সংস্থারই উচ্চপদস্থ কর্তা ছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। সংস্থার কর্মী ‘কালীঘাটের কাকু’-কে গতবছর গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওই সংস্থার ‘ডিরেক্টর’ ছিলেন অভিষেক।

abhishek 5

আরও পড়ুন: বড় বড় ব্যবসায়ী ফেল, কত কোটির মালিক শাহজাহান? আদালতে চার্জশিট দিল ED

পরে ২০১৪ সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে সংস্থার ‘ডিরেক্টর’ পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে তিনি ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর ‘সিইও’ পদে রয়েছেন। আর ডিরেক্টর পদে রয়েছেন অভিষেকের বাবা, মা এবং স্ত্রী রুজিরা। নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই আদালতে অভিষেকের সংস্থার সম্পত্তির প্রসঙ্গ ওঠে। অভিষেকের মা-বাবাকে তলব করে ইডি। তারা হাজার হাজার পাতার নথি দেয় আদালতে। আগে গত ২ জানুয়ারি লিপস অ্যান্ড বাউন্ডসের প্রায় ৭.৫ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। বর্তমানে বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ ১৪৮ কোটি টাকা।
সূত্র মারফফ এমনটাই জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর