বিস্ফোরণে এক সঙ্গে ১৫টি গগনচুম্বী বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া হল চীনে, ভাইরাল ভিডিও দেখলে কেঁপে উঠবেন

বাংলা হান্ট ডেস্কঃ গড়তে লাগে দীর্ঘ সময়, ভাঙতে লাগে কয়েক সেকেন্ড চীন থেকে ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও দেখে এখনই কথাই মনে পড়ছে নেটিজেনদের। কয়েক সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায় পর পর ১৫ টি গগনচুম্বী বিল্ডিং গুঁড়িয়ে দেওয়া হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই। বিস্ফোরক মাধ্যমে এই ধ্বংসের ছবি এখন রীতিমতো আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, আসলে এই ভবনগুলি ছিল নির্মাণাধীন ৮ বছর ধরে কাজ বন্ধ থাকায় শেষ পর্যন্ত এই বিল্ডিংগুলিকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার। ইউনান প্রদেশে অবস্থিত এই ভবনগুলিকে এভাবে ধ্বংস করার বিরোধ করেছেন অনেকেই। চীনা অধিবাসীদের অনেকেই লিখেছেন, এভাবেই সরকারি টাকা অপচয় করছে সরকার। জানিয়ে রাখি, ইউনান প্রদেশের কানমিং -এ লিয়াং স্টার সিটি ফেজ -২ প্রকল্পের অধীনে এই ভবনগুলি তৈরি করা হচ্ছিল। কিন্তু সেভাবে চাহিদা না থাকায় মাঝপথেই বন্ধ হয়ে যায় কাজ।

   

আর তারপর পরিত্যক্ত হয়ে পড়েছিল বাড়িগুলি। সেই কারণেই শেষ পর্যন্ত সরকার তা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এই বিশাল বিল্ডিং গুলি ভাঙতে সময় লেগেছে মাত্র ৪৫ সেকেন্ড। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী বাড়ি গুলিতে মজুদ করা হয়েছিল ৪.৬ টন বিস্ফোরক যা রাখা হয়েছিল ৮৫ হাজার পয়েন্টে। বিল্ডিং ভেঙে ফেলার জন্য যথেষ্ট সর্তকতা নিয়েছিল সরকার।

এলাকার দোকানপাট সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। একইসঙ্গে কাছাকাছি থাকা বাসিন্দাদের সকলকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ স্থানে। তারপরেও যে কোনো রকমের দুর্ঘটনাকে সামাল দিতে আটটি বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় ২ হাজার কর্মীকে তৎপর রাখা হয়েছিল ঘটনাস্থলে। শেষ পর্যন্ত মাত্র ৪৫ সেকেন্ডেই ধ্বংসস্তূপে পরিণত হয় এই ১৫ টি বিশাল ভবন। এত নিরাপত্তার কারণে তেমন কোনও দুর্ঘটনা ঘটেনি। কবে এলাকাজুড়ে বেশ কিছুক্ষণের জন্য সৃষ্টি হয় ধুলোর মেঘ।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর