সরকার গড়ার সহায়তায় ১৫ জন নির্দলীয় বিধায়ক যোগাযোগ করছে বিজেপির সাথে, জানালেন মুখ্যমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে আরও একবার এনডিএ সরকার গড়ার লক্ষ্যে যাচ্ছে। মহারাষ্ট্রে এনডিএ ম্যাজিক ফিগার পার করে ফেলেছে। শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের ছেলে আর মুম্বাই বর্লি-এর বিধানসভা আসন থেকে প্রার্থী আদিত্য ঠাকরে রেকর্ড জয় হাসিল করে নিয়েছেন। প্রসঙ্গত, শিবসেনা বরাবর আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী বানানোর দাবি করে যাচ্ছে। আর এরজন্য শিবসেনা আড়াই বছরের ফর্মুলা বাতলেছে।

আরেকদিকে শিবসেনার বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউত বলেছেন, দলের অনুমান থেকে কয়েকটি আসন কম এসেছে। কিন্তু এটা নিরাশাজনক না। আমাদের প্রদর্শন অনেক ভালো হয়েছে। সরকার গঠনের কথা নিয়ে উনি বলেন, বিজেপি আর শিবসেনা জোট বজায় আছে আর থাকবে। জোট সরকার নিয়ে ৫০-৫০ সিদ্ধান্ত নিয়ে কথা বলেছি, আর আমরা এখনো সেই কথাতেই অটল আছি।

আরেকদিকে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, মহারাষ্ট্রের ১৫ জন নির্দলীয় বিধায়ক আমার সাথে যোগাযোগ করেছে, আর তাঁরা আমাদের সাথে চলার জন্য প্রস্তুত। আরও অনেকে আসতে পারেন আমাদের সাথে, কিন্তু ওই ১৫ জন আমাদের সাথে আসছে এটা কনফার্ম। আপানদের জানিয়ে রাখি, মহারাষ্ট্রের যেই ১৫ জন নির্দলীয় বিধায়ক বিজেপির সাথে আসতে চাইছে, তাঁদের মধ্যে বেশিরভাগই বিজেপি আর শিবসেনার থেকে বিক্ষুব্ধ হয়ে দল ছেড়েছিলেন।

X