হোমওয়ার্ক না করায় সহপাঠীদের দিয়ে ১৫০টা চড় মারালেন ছাত্রীকে, শিক্ষক

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক :- হোমওয়ার্ক না করায় ছাত্রীর সহপাঠীদের দিয়ে চড় মারালেন তাকে। এই মর্মান্তিক ঘটনার কেন্দ্রবিন্দু হল ভোপাল।

 

ভোপালের একটি সরকারী স্কুলে ক্লাস 6 এর ছাত্রী হল সুমিতা সিং। গত সোমবার স্কুলের একটি হোমওয়ার্ক না করে আসায় ওই স্কুলের ইতিহাসের স্যার তাপস বাবু ওই ছাত্রীকে ১৫০টি চড় মারায় এবং সেখানেই ঘটনাটি থেমে থাকেনা। তিনি এই সোমবার পর্যন্ত টানা ১৫০টি কর চড় মারাতে থাকেন। শেষমেষ ছাত্রী আর সহ্য করতে না পেরে বাড়িতে বললে তার বাবা শিবপ্রতাপ সিং ওনার বিরুদ্ধে স্টেপ নেন।

এই ১৪ই মে অর্থাৎ মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে এবং ওই স্কুলের প্রধান শিক্ষক ওনার বিরুদ্ধে একটি শো কজ চিঠি পেশ করেছেন।

X