১৫০ জঙ্গি সংগঠনকে কালো তালিকাভুক্ত করল UN! কোণঠাসা পাকিস্তান, বড় জয় ভারতের

বাংলা হান্ট ডেস্ক : কোনও না কোনও ভাবে পাকিস্তানের সঙ্গে সরাসরি সম্পর্কিত এমন অন্তত ১৫০টি জঙ্গি সংগঠনকে কালো তালিকাভুক্ত করলো রাষ্ট্রসংঘ (UN)। এই তালিকায় সর্বশেষ যে নামটি সংযোজিত হল সেটি হল আব্দুল রহমান মক্কি (Abdul Rehman Makki)। সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তৈবার ডেপুটি প্রধান পদে ছিল মক্কি। এই খবর নিশ্চিত করেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (Security Council) আল-কায়দা নিয়ন্ত্রণ কমিটি।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ১২৬৭ আইএসআইএল এবং আল-কায়দা নিয়ন্ত্রণ কমিটি গত সোমবার আব্দুল রহমান মক্কিকে আন্তর্জাতিক জঙ্গি তকমা দিয়েছে। জানা যাচ্ছে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এবং যে কোনও রাষ্ট্রে তার যাতায়াতের উপর থাকবে কঠোর নিষেধাজ্ঞা। নিরাপত্তা পরিষদ সূত্রে জানা যাচ্ছে, যে ১৫০ জন জঙ্গিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গেই পাকিস্তানের যোগাযোগ রয়েছে।

un

জানা যাচ্ছে, ওই ১৫০ জঙ্গীর তালিকা নাম রয়েছে, পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর ই তৈবা-র নেতা এবং মুম্বইয়ে জঙ্গি হামলা চালানোর মাস্টার মাইন্ড হাফিজ সৈয়দও। এছাড়া রয়েছে লস্কর ই তৈবার কমান্ডার তথা ২৬/১১ মুম্বাই হামলার কুচক্রী জাকির-উল রহমান লাখভী, জৈশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজাহার, কুখ্যাত ডি-কোম্পানির প্রধান দাউদ ইব্রাহিমের নামও রয়েছে ওই লিস্টে।

এদিন রাষ্ট্রসংঘে ভারত দাবি করে, ‘সন্ত্রাসবাদের আঁতুড়ঘর তৈরি হয়েছে পাকিস্তান। কমপক্ষে ১৫০-এর ও বেশি সন্ত্রবাদী ও আতংকবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ রয়েছে পাকিস্তানের। গোটা বিশ্ব দেখেছে, ২০০৮ সালের মুম্বাই হামলা, ২০১৬ সালের পাঠানকোট হামলা, ২০১৯ সালের পুলওয়ামা হামলা। আমরা প্রত্যেকেই জানি এই হামলাগুলি কোথা থেকে করা হয়েছে।’ ভারতের এই ভাষণের পরই মোট ১৫০ টি জঙ্গি সংগঠনকে কালো তালিকাভুক্ত করলো নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে ভারতের এটি বিরাট জয় বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

Sudipto

সম্পর্কিত খবর