বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন বিচারপতি, প্রাক্তন আমলা, সেনার প্রাক্তন আধিকারিক আর শিক্ষাবিদ সমেত ১৫৪ জন প্রতিষ্ঠিত নাগরিক সোমবার জানান, নাগরিকতা সংশোধন আইন, এনআরসি আর এনপিআর এর বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হচ্ছে।ওনারা সিএএ, এনআরসি আর এনপিআর বিরোধী অভিযানকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি করেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে (Ram nath Kovind) লেখা ওই চিঠিতে কেন্দ্র সরকারকে গম্ভীর ভাবে এই প্রদর্শনের দিকে নজর দিতে এবং দেশের গণতান্ত্রিক সংস্থান গুলোকে বাঁচানোর অনুরোধ করেছেন।
এর সাথে সাথে ওনারা এই অভিযানে যুক্ত মানুষদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। এই নাগরিকদের মধ্যে বিভিন্ন হাইকোর্টের ১১ জন প্রাক্তন বিচারক, ২৪ জন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক, ভারতীয় বিদেশ সেবার ১১ জন প্রাক্তন অফিসার, ভারতীয় পুলিশ সেবার ১৬ জন অবসর প্রাপ্ত আধিয়াক্রিক, ১৮ জন প্রাক্তন লেফটিন্যান্ট জেনারেল আছেন।
ওনারা জানান, গোটা ভারতে ভয় সৃষ্টি করার জন্য একটি অভিযান চালানো হচ্ছে। আর এই কারণে চারিদিকে হিংসাত্মক প্রদর্শন হচ্ছে এবং সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি করা হচ্ছে। ওনারা জানান, সিএএ, এনআরসি আর এনপিআর নিয়ে চারিদিকে মিথ্যে ছড়ানো হচ্ছে।
ওনারা জানান, এটা আমদের মাতৃভূমির জন্য শুভ সঙ্কেত না। এই হিংসাত্মক প্রদর্শনে ভারত সরকারের নীতি গুলোর বিরোধিতা করা হয়েছে। এদের কাজই হল এই দেশের সন্মান আর গর্বকে নষ্ট করা এবং একতা আর অখণ্ডতার ক্ষতি করা।