বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার গোটা ভারত জুড়ে পালিত হবে স্বাধীনতা দিবস। ১৫ আগস্টের এই দিন সম্পূর্ণ দেশে ছুটি থাকে। স্কুল, কলেজ থেকে শুরু করে অফিস-কাছারি প্রায় সর্বত্রই এদিন কাজ বন্ধ থাকে। তবে এবার এই ১৫ আগস্টের ছুটি (Government Holiday) নিয়েই বিরাট সিদ্ধান্ত নেওয়া হল। ছুটি বাতিলের কথা ঘোষণা করল সরকার।
১৫ আগস্টের ছুটি (Government Holiday) নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের!
সম্প্রতি ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে ভারত নয়, এই ঘটনা ঘটেছে পড়শি দেশ বাংলাদেশে। ১৯৭৫ সালে এই দিনেই ঢাকায় নিজের বাড়িতে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রেহাই পাননি তাঁর পরিবারের সদস্যরাও। তাঁর স্মরণে এই দিনটি ছুটি হিসেবে পালিত হতো। তবে ১৩ আগস্ট একটি নির্দেশিকা জারি করে সেই ছুটি বাতিলের কথা ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার ওপার বাংলার (Bangladesh Government) ১৬ উপদেষ্টার একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই জাতীয় শোকদিবস হিসেবে ১৫ আগস্টের ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর ব্যাপক ঐকমত্যের ভিত্তিতেই ছুটি বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ পঞ্চায়েত ভোটে গেরুয়া ঝড়! ধুয়েমুছে সাফ তৃণমূল, বাম! শুভেচ্ছায় ভরালেন সুকান্ত মজুমদার
উল্লেখ্য, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পরেই মুজিবুর রহমানের ছবি, মূর্তিতে হামলার ছবি সামনে এসেছে। কোথাও দেখা গিয়েছে তাঁর মূর্তি ভাঙা হচ্ছে, কোথাও আবার বিকৃত করা হয়েছে তাঁর ছবি। এমনকি পেট্রাপোল-বেনাপোল সীমান্তে বাংলাদেশের গেটের কাছে বঙ্গবন্ধুর একটি বিরাট ‘ম্যুরাল’ ছিল। সেটাকেও ঢেকে দেওয়া হয়েছে।
এদিকে বঙ্গবন্ধুর ছবি, মূর্তির ওপর হামলার ঘটনায় বাংলদেশের একাধিক বিশিষ্টজন ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। কন্যা হাসিনার কারণে মুজিবুর রহমানের ওপর এভাবে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছিলেন অনেকে। এর মাঝেই এবার ১৫ আগস্টের ছুটি (Government Holiday) বাতিলের সিদ্ধান্ত নিল ওপার বাংলার অন্তর্বর্তী সরকার। জাতীয় শোকদিবস পালন না করার সিদ্ধান্ত থেকেই বেশ বোঝা যাচ্ছে কোন পথে হাঁটতে চাইছে সরকার।