বাংলা হাট ডেস্কঃ কেরলে (Kerala) শুক্রবার করোনা ভাইরাসের মাত্র একটি মামলা সামনে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন (Pinarayi Vijayan) বলেছেন, রাজ্যে কোভিড-১৯ এর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের মধ্যে আছে। কেরনে সংক্রমণের শিকার হওয়া ১৬ জনের চিকিৎসা চলছে এখন। মুখ্যমন্ত্রী এও বলেন যে, করোনার মামলা কমলেও পুনরায় যাতে আবার এই ভাইরাস না ছড়িয়ে পড়ে, সেটার দিকে নজর রাখতে হবে।
উনি সংবাদমাধ্যমকে জানান, রাজ্যে করোনা সংক্রমণের মাত্র একটি মামলা সামনে এসেছে আর এরপর রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫০৩ হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বিজয়ন বলেন, ‘দুই মাস পর রাজ্যে করোনার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দেশে করোনার প্রথম মামলা কেরল থেকেই এসেছিল। আর প্রথম মামলা আসার ১০০ দিন পর গোটা বিশ্বের তুলনায় কেরলে মানুষ সবথেকে তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন।”
মুখ্যমন্ত্রী বলেন, সংক্রমণের তাজা মামলা চেন্নাই থেকে এর্নাকুলম আসা এক ব্যাক্তির মধ্যে পাওয়া গেছে। ওনার কিডনির রোগ আছে। উনি বলেন, ‘ ২৪ ঘণ্টায় যেই দশজন ঠিক হয়েছেন তাঁরা সবাই কন্নুরের বাসিন্দা। রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা ৫০৩। এছাড়াও ২০ হাজার ১৫৭ জনের উপর নজর রাখা হয়েছে এবং তাদের মধ্যে ৩৪৭ জনকে হাসপাতালে রাখা হয়েছে।