গোপনে খবর পেয়েই শুরু অ্যাকশন! ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিকেশ ১৬ মাওবাদী, মিলল বড় সাফল্য

বাংলাহান্ট ডেস্ক : মাওবাদী অধ্যুষিত এলাকা বড়সড় সাফল্য পেলেন নিরাপত্তাবাহিনী। ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমায় শুক্রবার রাত থেকেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই চলছিল মাওবাদীদের। এই টানটান লড়াইয়ে খতম হয়েছে ১৬ জন মাওবাদী। আহত হয়েছেন ২ জন জওয়ান। প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে মাওবাদীদের থেকে।

রাতভর গুলির লড়াই শেষে খতম ১৬ মাওবাদী (Chhattisgarh)

জানা যাচ্ছে, গোপন সূত্রে পুলিশ খবর পায়, কেরলাপাল এলাকায় ঘাঁটি গেড়েছে মাওবাদীরা। তারপরেই গোপনে অভিযান চালায় ডিআরজি এবং সিআরপিএফ। রাতভর গুলির লড়াই চলার পর বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। তবে তখনো মাওবাদী দমন চলছে বলেই খবর। কেন্দ্রীয় সরকারের লক্ষ্যমাত্রা মাথায় রেখেই কড়া হাতে চলছে মাওবাদী নিকেশ অভিযান। ছত্তিশগড়ের (Chhattisgarh) জঙ্গলে প্রায়ই চলে দু পক্ষের গুলির লড়াই।

16 maoists killed in encounter in chhattisgarh

লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্র: উল্লেখ্য, ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদীদের সম্পূর্ণ মুছে ফেলার লক্ষ্যমাত্রা স্থির করেছে কেন্দ্রীয় সরকার। একদিকে যেমন মাওবাদী (Chhattisgarh) দমন চলছে, অন্যদিকে আবার নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫ এ পরিবর্তন আনা হয়েছে নতুন করে।

আরো পড়ুন : চিন-পাকিস্তানের উড়বে ঘুম! সীমান্তে এবার “প্রচণ্ড” শক্তি ভারতের, পাত্তা পাবেনা শত্রুরা

বদল এসেছে পুনর্বাসন নীতিতে: যে মাওবাদীরা আত্মসমর্পণ করবেন, তাদের পুনর্বাসন, চাকরি, আইনি সুরক্ষার সঙ্গে আর্থিক পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেছেন ছত্তিশগড়ের (Chhattisgarh) মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় কমিটি, পলিটব্যুরো সদস্যরা পাবেন এককালীন ৫ লক্ষ টাকা। পাশাপাশি যারা লাইট মেশিনগান সমর্পণ করবেন তারাও পাবেন ৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। মাওবাদী দলের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করলে আর্থিক পুরস্কারের অঙ্ক বেড়ে হবে দ্বিগুণ।

আরো পড়ুন : আকাশছোঁয়া চাহিদা, তবুও “এই” ছবি থেকে বাদ পড়েন উত্তম কুমার! পরিবর্তে নায়ক হন এই অভিনেতা

মাওবাদীদের ধরিয়ে দিলেও সরকারের তরফে থাকছে আকর্ষণীয় ১০ লক্ষ টাকা পুরস্কার। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, মাওবাদী হামলায় নিহতদের পরিবার পাবে ১৫-২৫ লক্ষ টাকা আর্থিক পুরস্কার। পাশাপাশি মাওবাদী পুনর্বাসন নীতিতে এও বলা হয়েছে, আত্মসমর্পণের পর ছয় মাস মাওবাদীদের আচরণে কোনো সন্দেহজনক কিছু না পেলে তাদের উপর থেকে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X