মর্মান্তিক! নমামি গঙ্গে প্রকল্পকেন্দ্রে বড়সড় দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১৬ জনের, বিস্ফোরণ ট্রান্সফর্মারে

বাংলা হান্ট ডেস্ক: বড় দূর্ঘটনার (Accident) কবলে উত্তরাখণ্ডের ‘নমামি গঙ্গে’ (Namami Gange) প্রকল্পে যুক্ত থাকা মানুষজন। অলকানন্দা নদীর ধারে ট্রান্সফর্মার ফেটে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অধিকাংশই শ্রমিক শ্রেণীর মানুষ বলে খবর। পাশাপাশি মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর এবং পিপালকোটির আউটপোস্ট ইন চার্জের। এরা প্রত্যেকেই ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজে নিযুক্ত ছিলেন।

জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় মঙ্গলবার গভীর রাতে দূর্ঘটনাটি ঘটে। খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পৌঁছায় ঘটনাস্থলে। সাথে পৌঁছায় উদ্ধারকারীর দল। তবে তার আগেই ক্ষয়ক্ষতি অনেকটাই হয়ে গেছে। নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও নেহাত কম নয়। পুলিশ সূত্রে খবর, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বটে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামির। তিনি বলেছেন, ‘‘ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উদ্ধারকাজ চলছে। আহতদের হেলিকপ্টারে করে ঋষিকেশ এমসে স্থানান্তরিত করা হচ্ছে। আমি তদন্তের নির্দেশ দিয়েছি।’’ তিনি ঘটনাস্থলে যেতে পারেন বলে খবর।

এই বিষয়ে উত্তরাখণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল এএনআইকে জানিয়েছেন, ‘‘পুলিশের এক সাব-ইনস্পেক্টর এবং পাঁচ জন হোম গার্ড-সহ ১৬ জন মারা গিয়েছেন। তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলের একটি লোহার রেলিং বিদ্যুতের সংস্পর্শে আসায় এই দুর্ঘটনা। তবে তদন্তের পর বিষয়টি বিস্তারিত ভাবে জানা যাবে।’’

aa15etom

পুলিশ সূত্রে খবর, ট্রান্সফর্মার ফেটে যায় এবং কোন কারণে অলকানন্দা নদীর উপর সেতুর একটি রেলিং বিদ্যুতের সংস্পর্শে চলে আসে। আর সেই সেতুর উপরেই অনেকে কাজ করছিলেন। বিদ্যুৎবাহী রেলিংয়ের সংস্পর্শে আসতেই মৃত্যু হয় তাদের। আহত-ও হয়েছেন অনেকে, আবার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর