রাম মন্দিরের ভূমি পূজার প্রাক্কালেই করোনা আক্রান্ত হলেন মন্দিরের পুরোহিত, বাদ গেলেন না ১৬ পুলিশকর্মীও

বাংলাহান্ট ডেস্কঃ রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজনের পূর্বেই থাবা বসাল করোনা। আগামী ৫ ই আগস্ট অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra modi) উপস্থিতিতে অনুষ্ঠিত হবে রাম মন্দিরের ভূমি পূজনের অনুষ্ঠান। করোনা সতর্কীকরণ মেনে সেখানে উপস্থিত থাকবেন মাত্র ২০০ জন অতিথি।

করোনা আক্রান্ত সহকারী পুরোহিত
অযোধ্যায় ভূমি পূজনের অনুষ্ঠানের আয়োজন তুঙ্গে। কিন্তু এরই মাঝে খবর পাওয়া গেল প্রধান পুরোহিতের সহকারী প্রদীপ দাস করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। তিনি জানিয়েছেন, তার দেহে করোনা লক্ষণ প্রকাশ পাওয়ায়, টেস্ট করা হয়েছিল। রিপোর্ট পজেটিভ এসেছে। সেইসঙ্গে প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস সহ মন্দিরের অন্য চার পুরোহিতের করোনা টেস্ট করা হবে, তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে। পুরোহিতদের সাথে সম্পর্কযুক্ত আরও ১২ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

thumb

আক্রান্ত হলেন পুলিশ কর্মীও
এখানেই শেষ নয়। মন্দিরের সুরক্ষায় থাকা ১৪ জন পুলিশ কর্মীও করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে অনেকে মন্দিরের অস্থায়ী নিরাপত্তার দায়িত্বে থাকলেও, বেশ কয়েকজন রয়েছেন স্থায়ী নিরাপত্তার দায়িত্বে। তবে মন্দির চত্বরের বাকিদেরও পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে।

AYODHYA

অকাল দীপাবলির সাজে সাজবে ভারত
ভূমি পূজার প্রাক্কালেই এই দুঃসংবাদে চিন্তিত রয়েছে অনেকেই। এদিনের এই অনুষ্ঠান সরাসরি এইডি স্ক্রিনের মাধ্যমে সম্প্রচার করে এলাকাবাসীকে দেখার সুযোগ করেও দেওয়া হবে। এদিন এক অকাল দীপাবলির সাজে সেজে উঠবে গোটা ভারত।

Smita Hari

সম্পর্কিত খবর