ইচ্ছা ১০০০ সন্তানের! ঘরে রয়েছে ১৬ স্ত্রী ও ১৫১ সন্তান, বছর ৬৬-র মিসেক চললেন ১৭ তম বিয়ে করতে

বাংলাহান্ট ডেস্কঃ বিয়ে, শুধুমাত্র দুটি মানুষের মিলনই নয়, এই রীতির মাধ্যমে দুটি পরিবার এক হয়ে যায়। তৈরি হয় এক মধুর সম্পর্ক। তবে সব বিয়েই শেষ পর্যন্ত সফল হয় না, কিছুদিন একসঙ্গে চলার পর অনেক সময়ই দুটো মানুষের মনে হয়, তাঁরা আর একসঙ্গে থাকতে পারছে না, তখন পরিণতি হয় ডিভোর্সের। কিন্তু সুদূর জিম্বাবুয়েতে (zimbabwe) এক ব্যক্তি আছে, যিনি একটি বা দুটি নয় ১৬ টি বয়ে করেছেন। এমনকি ১৭ তম বিয়ের জন্য নিজেকে প্রস্তুতও করছেন।

শুনে অবাক হচ্ছেন? একদমই না, এটা ধ্রুব সত্য। এতদিন পর্যন্ত তিনি মোট ১৬ টি বিয়ে করেছেন এবং ১৫১ টি সন্তানের জন্ম দিয়েছেন। এবার ১৭ তম বিয়ে করার জন্য প্রস্তুতিও নিচ্ছেন। তাঁর জীবনের একমাত্র কাজ হল সন্তানের জন্ম দেওয়া। সেই কারণে তিনি প্রতিদিন ৪ জন স্ত্রীকে নিয়ে শোবার ঘরে যান।

0 Meet the man with 16 wives and 151 children and he still wants more

৬৬ বছর বয়সী মিসেক নায়ানডোরো (misheck nyandoro) নামের এই ব্যক্তির দাবি, তাঁর পেশা হল স্ত্রীদের খুশি রাখা এবং তাঁদের সন্তুষ্ট করা। এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই বয়সে দাঁড়িয়েও তিনি যুবতী মহিলাদের বিয়ে করতে চান। তাঁর ধারণা তাঁর আগের স্ত্রীদের বয়স হয়েছে। তাই তাঁরা বেশি সন্তান প্রসব করতে অক্ষম হয়ে পড়ছেন।

NINTCHDBPICT000652660953 1

মিসেক নায়ানডোরো জানিয়েছেন, তিনি ১০০ জন স্ত্রী এবং ১০০০ সন্তানের জনক হতে চান। ১৯৮৩ সাল থেকে এই বিয়ে করা সে শুরু করেছে এবং তা আমৃত্যু অবধি চালিয়ে যেতে চান। তাঁর স্ত্রীরা তাঁর জন্য রান্না করে এবং সে তাঁর স্ত্রীদের চাহিদা পূরণ করে।


Smita Hari

সম্পর্কিত খবর