বাংলা হান্ট ডেস্ক : লোকাল ট্রেনের পিচবোর্ডের হলুদ টিকিট যা আগামী বছর মার্চের পর আর এমন থাকবে না। যে কটা হাতে গোনা স্টেশনে এখনও হলুদ টিকিট আছে তার বদলে এ বার কম্পিউটর-নিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমেই টিকিট বিক্রি করা হবে, এমনই সিদ্ধান্ত ভারতীয় রেলের। বিভিন্ন দূরযাত্রায় সমান ব্যবস্থা।
১৮৪০ নাগাদ ইংল্যান্ডে যাত্রিবাহী ট্রেনে প্রথম এডমন্ডসন টিকিট কাটা শুরু হয়।প্রথম দিকে বিলেত থেকেই ছাপা হয়ে আসার প্রথা ছিল ট্রেনের টিকিট। ভারতীয় রেলের আধিকারিকরা জানাচ্ছেন, ‘এডমন্ডসন ক্যাবিনেট’ নামে একটি ক্যাবিনেটের বিভিন্ন খোপের মধ্যে বিভিন্ন গন্তব্যের টিকিট রাখা থাকত। যাত্রীদের চাহিদা অনুযায়ী রেলকর্মী নির্দিষ্ট খোপ থেকে টিকিট নিয়ে মেশিনে দিনটা পাঞ্চ করে টিকিট বিক্রি করতেন। ম্যাড়মেড়ে হলুদ পিচবোর্ডের আয়তকার এই টিকিট দৈর্ঘ্যে হত ২.২৫ ইঞ্চি, প্রস্থে ১.২২ ইঞ্চি।
জানা যাচ্ছে ট্রেন থেকে চুরির কারণে বিপুল ক্ষতির মুখে পড়তে হচ্ছে ভারতীয় রেল ব্যবস্থাকে। তাই বিমানবন্দরের মতোই সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে রেলস্টেশন গুলোতে। স্টেশনে ঢোকার মুখে বসানো হবে স্ক্যানার নতুন ভাবে।নতুন সিকিওরিটি অ্যাকসেস কন্ট্রোল সিস্টেম বসানো হবে। যাত্রী সুরক্ষার দিকেও নজরদারি আরও বাড়ানো হবে।