এক মাসে বিজেপি ছেড়েছেন ৫ বিধায়ক সহ ১৭ জন বড় নেতা, অশনি সঙ্কেত গেরুয়া শিবিরে

বাংলা হান্ট ডেস্কঃ গত মাসে অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে আজ ১১ জানুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশে ভারতীয় জনতা পার্টির ১৭ জন বড় নেতা দল ছেড়েছেন। এর মধ্যে যোগীর ক্যাবিনেট মন্ত্রী সহ আটজন বিধায়ক রয়েছেন। বিজেপি ছেড়ে বহু নেতা ও বিধায়ক সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন।

স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগের পর আরও তিনজন বিজেপি বিধায়কের দল ছেড়েছেন। এর মধ্যে রয়েছেন ভগবতী সাগর, ব্রিজেশ প্রজাপতি এবং রোশন লাল ভার্মা। স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগ নিয়ে রাজভবনে গিয়েছিলেন রোশন লাল ভার্মা। মমতেশ শাক্য, বিনয় শাক্য, ধর্মেন্দ্র শাক্য এবং নীরজ মৌর্য-রও দল ছাড়া নিয়ে জল্পনা চলছে।

স্বামী প্রসাদ মৌর্য হলেন বিজেপি ছাড়ার সবচেয়ে বড় মুখ। যোগী সরকারের পরিষেবা পরিকল্পনা বিভাগ পরিচালনা করা মৌর্য সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন। বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি বহুজন সমাজ পার্টিতে ছিলেন। তিনি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত মায়াবতী সরকারের মন্ত্রী ছিলেন।

এছাড়াও, মুজফরনগরের মীরাপুর থেকে বিজেপি বিধায়ক অবতার সিং ভড়ানা বিজেপি ছেড়েছেন। তিনি বিজেপি ছেড়ে রাষ্ট্রীয় লোক দলে যোগ দিয়েছেন। বলে দিই, অবতার সিং চারবারের বিধায়ক। বুধবার সকালে তিনি RLD প্রধান জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাৎও করেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর