বাংলাহান্ট ডেস্কঃ লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখা বাড়ছে কলকাতায় (kolkata)। বাড়ছে ওমিক্রন আতঙ্ক। নতুন বছর শুরু হতে না হতেই, শোনা গেল আরও এক আশঙ্কার কথা। নতুন বছরে কলকাতায় ফিরছে কনটেনমেন্ট জোন (Containment Point)। শুধু তাই নয়, সেই কনটেনমেন্ট জোনগুলোকে দ্রুতই সিল করা হবে বলেও জানা গিয়েছে।
জানা গিয়েছে, ৫ জনের বেশি করোনা আক্রান্ত রয়েছেন, ইতিমধ্যেই এমন ১৭ টি কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করে ফেলেছে কলকাতা পুরসভা। সেইসঙ্গে জানা গিয়েছে, দ্রুতই সেই সকল এলাকাগুলোকে সিল করেও দেওয়া হবে। যদিও কলকাতায় এখনও অবধি প্রথম ডোজ পেয়েছেন ৯০ শতাংশ এবং দ্বিতীয় ডোজ প্রাপক প্রায় ৮০ শতাংশ। তবে সেটাকে দ্রুতই ১০০ শতাংশ করার দিকে এগোচ্ছে পুরসভা।
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালগুলিকে ১ সপ্তাহের মধ্যে কোভিড বেড বাড়িয়ে ৩০ শতাংশ করার কথা বলা হয়েছে। প্রয়োজনে সেটা ৬০ শতাংশ করার নির্দেশও দেওয়া হয়েছে। সেইসঙ্গে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে অক্সিজেন, করোনা চিকিৎসার সরঞ্জাম দেওয়ার প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
সেইসঙ্গে বলা হয়েছে, করোনা রোগীদের জন্য করোনা চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ, এক সপ্তাহের মধ্যেই মজুত রাখতে হবে হাসপাতালগুলোতে। স্বাস্থ্য দফতরে প্রতিদিনের করোনা রিপোর্ট সঠিক সময়ের পাঠাতে হবে। মানুষজনকে নিজেদের সচেতন থাকতে হবে। ব্যবহার করতে হবে মাস্ক, স্যানেটাইজার। সেইসঙ্গে মানতে হবে সমস্ত করোনা বিধি নিষেধ। ইতিমধ্যেই করোনার দাপট থেকে রাজ্যবাসীকে রক্ষার জন্য দিল্লীতে বেশকিছু নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।