হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেলব্রিজ! মুহূর্তেই মৃত্যু ১৭ জনের! আরও প্রাণহানির আশঙ্কা

বাংলাহান্ট ডেস্ক : একটি নির্মীয়মান রেল ব্রিজ ভেঙে পড়ল মিজোরামে (Mizoram)। মর্মান্তিক এই দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর আজ সকালের এই দুর্ঘটনায় যে ১৭ জন মারা গেছেন তারা প্রত্যেকেই শ্রমিক। মিজোরামের সাইরাঙে সকালে এই দুর্ঘটনা ঘটেছে। আইজল থেকে এই দুর্ঘটনা স্থলটি খুব কাছে।

প্রসঙ্গত, বহুদিন ধরে সরকার কাজ চালাচ্ছে রেল লাইনের সাথে মিজোরামের রাজধানী আইজলকে যুক্ত করার। সাইরাঙের এই রেল সেতু নির্মাণের কাজ সেই প্রকল্পের অধীনেই চলছিল। সূত্রের খবর নির্মীয়মান এই সেতুটি ভেঙ্গে পড়ে বুধবার সকালে। এই রেল সেতুটি যুক্ত করছিল একটি পাহাড়ের সাথে অন্য পাহাড়কে।

   

আরোও পড়ুন : আর মাত্র কটা দিন! খুলবে বিমানবন্দর মেট্রোর দরজা, কবে থেকে পরিষেবা শুরু? প্রকাশ্যে এল দিনক্ষণ

এই পদ্ধতিতে রেল সেতু পাতলে অনেকটাই কমে যায় দুই পাহাড়ের দূরত্ব। এর ফলে টানেল তৈরি করার ঝামেলা থাকেনা। টানেল তৈরি করতে গেলে নষ্ট হতে পারে ভারসাম্য। সোশ্যাল মাধ্যমে প্রকাশ্যে এসেছে দুর্ঘটনস্থলের ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে চার পাঁচটি থাম। ভেঙে পড়েছে সেতুর মাঝের অংশ।

তবে সেতুর উপরের অংশের কোনও ক্ষতি হয়নি।জানা যাচ্ছে, প্রায় ৪০ জন শ্রমিক আজ সকালে সেতু নির্মাণের কাজ করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসন দ্রুত উদ্ধারকার্যে নামে। পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা তৎক্ষণাৎ পৌঁছান দুর্ঘটনাস্থলে। সেখানে গিয়ে উপস্থিত হন রেলকর্তারা। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে দুর্ঘটনা প্রসঙ্গে বলেছেন, “উত্তর পূর্ব ভারতের সমস্ত অঞ্চলকে রেলপথে যুক্ত করার অন্যতম কান্ডারী ছিল এই সেতু। কয়েক বছর ধরে এই সেতু নির্মাণ করা হচ্ছিল। কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো নিশ্চিত নয়।” এই দুর্ঘটনার ফলে রেলের কাজ অনেকটাই পিছিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর