প্রতিশোধ নিতে ১৭ লক্ষ টাকা দিয়ে কেনা গাড়ি টানালেন গাধা দিয়ে! বদলার কারণ অবাক করবে

বাংলা হান্ট ডেস্ক: প্ৰত্যেকের কাছেই বাড়ি কিংবা গাড়ি কেনার মতো বিষয় হল স্বপ্নপূরণের মতো। কিন্তু, অনেকে আবার সেই স্বপ্নপূরণ করতে গিয়েই রীতিমতো বিড়ম্বনার শিকার হন। আর ঠিক সেইরকমই এক ঘটনা ঘটেছে রাজস্থানের (Rajasthan) এক ব্যক্তির সাথে। অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তিনি একটি গাড়ি কিনলেও তাঁর নতুন গাড়িতে ক্রমাগত সমস্যা দেখা দিয়েছিল এবং সেটি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। এমনকি, সংস্থার তরফেও সঠিকভাবে পোস্ট সেল সার্ভিসিং করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

এমতাবস্থায়, ওই ব্যক্তিটি কোম্পানির এহেন কার্যকলাপের পরিপ্রেক্ষিতে অভিনবভাবে প্রতিবাদ করেন। তিনি তাঁর গাড়িটিকে গাধার সাহায্যে টেনে নিয়ে গিয়ে শোরুমে পৌঁছে যান। এদিকে, এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। জানা গিয়েছে, উদয়পুরের সুন্দরবাস এলাকার ওই ব্যক্তির নাম হল রাজ কুমার গায়ারি।

রাজ কুমারের কাকু শঙ্করলাল উদয়পুরের মাদ্রি ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার একটি শোরুম থেকে ১৭.৫০ লক্ষ টাকা দিয়ে ওই গাড়িটি কিনেছিলেন। এদিকে, কেনার পর থেকেই গাড়িটিতে প্রায়শই প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। এই বিষয়ে সার্ভিস সেন্টারকে বারংবার জানানো হয়। পাশাপাশি ডিলারকেও সমস্যা সমাধান করতে বলা হয়। কিন্তু কোথাও কোনো সমাধান মেলেনি।

এমতাবস্থায় ক্ষিপ্ত হয়ে ওই পরিবার গাধা দিয়ে টেনে গাড়িটিকে শোরুমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই অভিনব প্রতিবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, রাজ কুমার জানিয়েছেন “দু’দিন যাবৎ পারিবারিক অনুষ্ঠানের সময় গাড়িটিকে বারবার ধাক্কা দেওয়া হচ্ছিল। সার্ভিস সেন্টারের লোকজন জানান, ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। কিছুটা দূর গাড়ি চালানোর পরামর্শ দেন তাঁরা। কিন্তু, সব করা হলেও গাড়িটি ঠিকমতো চলছে না। এত কিছুর মুখোমুখি হওয়ার পর, আমরা গাড়িটি আবার শোরুমে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এমতাবস্থায়, ওই গাড়িটি বর্তমানে শোরুমেই রয়েছে। পাশাপাশি, সেটি যাতে “রিপ্লেস” করে দেওয়া যায় সেই দাবি জানিয়েছেন ক্রেতারা। তবে, সংশ্লিষ্ট শোরুমের অধিকারিকরা অবশ্য স্পষ্ট করেছেন যে, তাঁরা সমস্যার সমাধান খুঁজছেন। এদিকে, ইতিমধ্যেই গাধা দিয়ে নতুন গাড়িটি টেনে নিয়ে যাওয়ার ভিডিওটি দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। পাশাপাশি, পুরো বিষয়টি জেনে তাঁরা নিজেদের প্রতিক্রিয়াও জানাচ্ছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর