নাবালক ছাত্রের সঙ্গে প্রেম, গর্ভবতী হওয়ার পর প্রেমিকের হাতেই খুন শিক্ষিকা

বাংলাহান্ট ডেস্ক : দিন কয়েক আগেই উত্তরপ্রদেশে এক গর্ভবতী স্কুল শিক্ষিকাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল আর তার জেরে গোটা দেশ জুড়ে শুরু হয়েছিল তোলপাড়। অবশেষে সেই ঘটনার সমাধান সূত্র মিলল উত্তরপ্রদেশের পুলিশের উদ্যোগে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক দ্বাদশ শ্রেণীর কিশোরকে রবিবার দিন খুনের ঘটনায় যুক্ত থাকার জন্য গ্রেফতার করা হয়েছে। অযোধ্যার ডিআইজি এপিসিং বলেন, “নিজের শিক্ষিকাকে হত্যা করার অপরাধে দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রকে গ্রেফতার করা হয়েছে।” সিসিটিভি ফুটেজের মাধ্যমে তার পরনের জামা কাপড় দেখেই তাকে চিহ্নিতকরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন ডিআইজি।

প্রসঙ্গত উল্লেখ্য, মৃত স্কুল শিক্ষিকার সঙ্গে ওই কিশোরের প্রেমের সম্পর্ক ছিল বলেই সূত্রের খবর। একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর ওই কিশোর শিক্ষিকার সঙ্গে সম্পর্ক ছেদ করতে চাইলেও বছর পঁয়ত্রিশের ঐ শিক্ষিকা কোনভাবেই সম্পর্কে ইতি টানতে চাননি। দুজনেই একই এলাকায় থাকতেন বলেও জানা গিয়েছে। ডিআইজি সিংয়ের কথায়, “সম্পর্ক ছিন্ন করার কথা উঠলেই ওই শিক্ষিকা কিশোরকে প্রতিনিয়তই ব্ল্যাকমেল করত এবং সকলের সামনে তাকে অপমান করে হুমকিও দিত। সেই কারণেই বাধ্য হয়ে খুনের পথ বেছে নিয়েছিল ওই কিশোর।”

সূত্রের খবর, জুন মাসের ১ তারিখ অযোধ্যার কোতোয়ালি থানা এলাকার শ্রীরামপুরাম কলোনিতে পাঁচ মাসের গর্ভবতী ও স্কুল শিক্ষিকাকে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এমন নৃশংস খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হতেই পুলিশের তরফে জোরকদমে অনুসন্ধান শুরু হয়। তবে এই খুনের ঘটনার পিছনে আরও কোন কারণ আছে কিনা সেই বিষয়টি পুলিশের তরফে খতিয়ে দেখা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর