স্বামীর গলায় ছুরি ধরে গৃহবধূকে ধর্ষণ করল ১৭ জন

Published On:

বাংলা হান্ট ডেস্ক: এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে উত্তাল হল দুমকা (Dumka)। ওই গৃহবধূর স্বামীর গলায় ছুরি ধরে ১৭ জন যুবক তাঁকে ধর্ষণ করেছে বলে অভিযোগ। মঙ্গলবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে দুমকার ঘাসিপুর গ্রামে। সন্ধ্যায় নিজের স্বামীর সঙ্গে ঘাসিপুর হাট থেকে ফিরছিলেন ওই যুবতী।

সেই সময় হঠাৎ করেই তাদের পথ আটকায় একদল যুবক। পাঁচজন যুবক স্বামীর গলায় ছুরি ধরে দম্পতিকে একটি ঝোপের আড়ালে নিয়ে যায়। সেখানেই ১৭ জন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাধা দেওয়ার চেষ্টা করলে যুবতীর স্বামীর গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়, বেধড়ক মারাও হয় তাঁকে।

ঘটনার পরেই ওই দম্পতি কোনরকমে নিজের গ্রামে ফিরে পঞ্চায়েত প্রধানকে সব ঘটনা জানায়। পরেরদিন সকালে পঞ্চায়েত প্রধান ও অন্যান্য গ্রামবাসীরা পুলিশে অভিযোগ দায়ের করেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় ও এলাকাটি অন্ধকার থাকায় মাত্র একজন অভিযুক্তকেই চিহ্নিত করতে পেরেছে ওই দম্পতি। অভিযুক্তের নাম রামু মোহালি। যদিও সে পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এই প্রসঙ্গে দুমকা পুলিশের ডিআইজি সুদর্শন প্রসাদ মণ্ডল জানান, ওই মহিলা থানায় গণধর্ষণের অভিযোগ করেছেন। ওই নির্যাতিতা অভিযুক্তদের একজনকে শনাক্ত করতে পেরেছে। ওই যুবকের খোঁজে তল্লাশি চলছে। তাকে ধরা গেলেই বাকি অভিযুক্তদের সন্ধান পাওয়া যাবে। গোটা বিষয়ের তদন্ত করে দেখা হচ্ছে।

সম্পর্কিত খবর

X