দু’জন মানুষের সমান! দিঘার সমুদ্রে ধরা পড়ল দৈত্যাকার কই ভোলা, ওজন জানলে চোখ কপালে উঠবে

বাংলা হান্ট ডেস্ক: দিঘায় (Digha) আশ্চর্য ঘটনা! মোহনায় দেখা মিলল দৈত্যাকার এক কই ভোলার (Gigantic Koi Bhola)। এই মাছটি এতটাই বড় যে বাজারে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মৎস্যজীবীদের (Fisherman)। ঠ্যালাগাড়ি থেকে নামাতে প্রায় চার-পাঁচজনকে কার্যত ছুটে আসতে হয়। আর এই দৃশ্য দেখে বাজারে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়।

মাছটির গায়ের রঙ ধূসর। মাথা যেমন বড়, তেমনই চেহারাও। মৎস্যজীবীরা জানিয়েছেন, এই মাছের ওজন প্রায় ১৭০ কেজি। মাছটির দাম নিলামে উঠেছে ৭০ হাজার টাকা। ওড়িশার পারাদ্বীপে এই মাছটি ধরা পড়ে। সেখান থেকে এক মাছ ব্যবসায়ী বুধবার দিঘার মোহনায় মাছের বাজারে নিয়ে আসেন এই কই ভোলাটি।

ওজন শুনেই বোঝা যাচ্ছে, এই মাছটি প্রায় দু’জন স্থূল মানুষের ওজনের সমান। মাছটিকে দেখেই বাজারে হৈ হৈ পড়ে যায়। এটিকে দেখতে রীতিমতো দূর-দুরান্ত থেকে লোকজন আসেন। পর্যটকটাও যারা মাছ কিনতে বাজারে এসেছিলেন, উৎসুক হয়ে ওই নিলামের (Auction) জায়গায় ছুটে যান। মাছের নিলাম দেখে তারাও খুব খুশি। এক পর্যটক বলেন, ‘রথ দেখাও হল, কলা বেচাও হল। এই প্রথম মাছের নিলাম দেখলাম। দারুণ লাগল।’

digha koi bhola

উল্লেখ্য, এর আগে দু’বার দিঘায় এমন দৈত্যাকার কই ভোলা ধরা পড়েছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওষুধের (Medicine) উৎপাদনের বাজারে এই ধরনের মাছের বিশেষ চাহিদা রয়েছে। মূলত, এই মাছ গভীর সমুদ্রেই মেলে। বিদেশে এই মাছ রপ্তানি করা হয়। সেখানে এই মাছের প্রচুর চাহিদা রয়েছে।

Monojit

সম্পর্কিত খবর