ওড়িশায় ১৭৩ পরিবারের হিন্দু ধর্মে প্রত্যাবর্তন! পা ধুইয়ে দিয়ে তাঁদের ‘ঘরে ফিরিয়ে নিলেন’ বিজেপি নেতা

বাংলাহান্ট ডেস্ক : ভারতের (India) বেশ কয়েকটি রাজ্যে একাধিক মানুষকে হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্মে আশ্রয় নিতে দেখা গেছে সম্প্রতি। এবার ওড়িশায় ঘটল এর উল্টো ঘটনা। প্রায় ১৭৩টি পরিবার ফিরে এলেন হিন্দু ধর্মে (Hindu Religion)। সবমিলিয়ে প্রায় ৫০০ সদস্যের প্রত্যাবর্তন ঘটল হিন্দু ধর্মে। এই পরিবারগুলি সবকটিই তফশিলি জাতিভুক্ত বলে জানা যাচ্ছে।

এই ১৭৩টি পরিবার আগে হিন্দু ছিলেন। পরিবর্তিকালে হিন্দু ধর্ম ছেড়ে যোগ দেন খ্রীষ্টান ধর্মে। তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য ওড়িশার সুন্দরগড় জেলার জামূরলা গ্রামে বিশ্ব কল্যাণ মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানেই সম্মানপূর্বক ১৭৩ পরিবারের মোট ৫০০ মানুষকে আবারও ফিরিয়ে আনা হয় হিন্দু ধর্মে।

বিরাট এই যজ্ঞের আয়োজন করেছিল আর্য সমাজ, হিন্দু মহাসভা এবং বজরং দল সম্মিলিত ভাবে। যজ্ঞ শেষ হওয়ার পর এক অভিনব দৃশ্য দেখা যায়। প্রবল প্রতাপ সিংহ জুদেব পায়ে ধরে সকলকে হিন্দু ধর্মে প্রত্যাবর্তন ঘটান। এই জুদেব ছত্তিসগড়ের প্রথম সারির বিজেপি নেতা। জানা যাচ্ছে, হিন্দু সংগঠনগুলি সম্মিলিত ভাবে ঝাড়খণ্ড, ছত্তিসগড়, ওড়িশায় হিন্দু ধর্ম ছেড়ে চলে যাওয়া মানুষদের আবার ফিরিয়ে আনার কর্মসূচি গ্রহণ করেছে।

o3

‘অখিল ভারতীয় ঘর ওয়াপসি’-এর প্রধান জুদেব সংবাদ মাধ্যমকে জানান, ‘যে সমস্তগুলি মানুষ এদিন হিন্দু ধর্মে ফেরত এল, তারা সকলেই ভগবান বিরসা মুন্ডার সমাজের লোক। আমরা যাতে এই অনুষ্ঠান না করতে পারি তার জন্য আমাদের উপর মারাত্মক চাপ ছিল। এই অভিযানের সঙ্গে যারা যুক্ত তাঁদেকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। তারপরও প্রায় ৫০০ জন মানুষ ফিরে এসেছেন হিন্দু ধর্মে।’ এই অনুষ্ঠানে হিন্দু ধর্ম জগতের নানা দিকপাল ব্যক্তি উপস্থিত ছিলেন।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর