ফের দুর্গাপুর থেকে উদ্ধার ১৮টি তাজা বোমা

Published On:

 

সনাতন গরাই,দুর্গাপুর:বিধানচন্দ্ররায়ের সাজানো দুর্গাপুর যেন এক ভয়ানক জায়গায় পরিণতি হয়ে।লোকসভা ভোট পার হতেই শুরু দুর্নীতি,প্রাণ যাচ্ছে একাধিক সাধারণ মানুষের।ফের দুর্গাপুরের 12 নম্বর ওয়ার্ডের কাণ্ডেশ্বর গ্রামের শান্তিনগর এলাকায় একটি পরিতাক্ত বাড়ি থেকে ১৮ টি তাঁজা বোমা উদ্ধার করলো দুর্গাপুর থানার পুলিশ।

শান্তিনগরে ঝন্টু মণ্ডলের একটি গুদামঘর রয়েছে আর সেখানেই ছিল এই বোমাগুলো।সোমবার সকালে সেই গুদামঘরে গিয়ে জার ভরতি বোমা দেখতে পান ঝন্টু মন্ডল। খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ও বোমস্কোয়ার।১৮ টি শকেট বোমা উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ । CID বম স্কয়্যাড বোমাগুলি নিষ্ক্রিয় করে।

গোটা এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে।দুর্গাপুরের মানুষ জানান এতো কিছু ঘটে যাওয়া সত্ত্বেও প্রশাসন কেন করা নজরদারি ব্যাবহার করছে না।

X