বড়দিনের উপহার দিয়ে ১৮ জনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল সান্টা

   

বাংলা হান্ট ডেস্কঃ বেলজিয়ামে কেয়ার হোমে থাকা মানুষরা সান্টাক্লজের থেকে উপহার নিয়ে চরম বিপাকে। সান্টাক্লজ নিজে করোনা সংক্রমিত হওয়ার কারণে কেয়ার হোমে থাকা ১২১ জন আর ৩৬ জন স্টাফ করোনায় আক্রান্ত হন। আর এখনো পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি মেলের রিপোর্ট অনুযায়ী, বেলজিয়ামের অ্যান্টওয়ার্প কেয়ার হোমের কর্মীরা সেখানে থাকা বয়স্ক মানুষদের মনোবল বাড়াতে চেয়েছিল। আর সেই কারণে তারা সান্টাক্লজকে ডেকে তার হাত থেকে বৃদ্ধ মানুষদের হাতে উপহার তুলে দিতে চেয়েছিল। আর তারা কেয়ার হোমে থাকা মানুষদের চিকিৎসা করা একজন ডাক্তারকে সান্টার সাজে সাজায়।

পরিকল্পনা মাফিক দুই সপ্তাহ আগে ওই চিকিৎসক সান্টা সেজে কেয়ার হোমে গিয়েছিলেন। হোমের কর্মীরা জানান, সান্টা যখন এসেছিলেন, তখন ওনার শরীর ঠিক ছিল না। তা স্বত্বেও তিনি বৃদ্ধদের সাথে সময় কাটান আর তাঁদের উপহার দেন। সেই সময় সান্টা জানতেন না যে তিনি করোনায় আক্রান্ত। এরপর যখন ওনার শরীর আরও খারাপ হয় তখন তিনি টেস্ট করান। ওনার টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছিল। ততক্ষণে কেয়ার হোমে থাকা অনেকেই করোনায় আক্রান্ত হয়ে গিয়েছিলেন।

রিপোর্ট অনুযায়ী, করোনায় এখনো পর্যন্ত ১২১ জন কেয়ার হোমে থাকা বৃদ্ধ আর ৩৬ জন স্টাফ আক্রান্ত হয়েছে। ক্রিসমাসে একদিন আগে আর ক্রিসমাসের দিন পাঁচ জনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত ওই কেয়ার হোমে ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনার বর্ধিত মামলার পর প্রশাসন সান্টাক্লজকে সুপারস্পেডার আখ্যা দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর