খোঁজ মিলল ১৮ কোটি বছরের পুরোনো জুরাসিক যুগের সম্পদ! 3D মাছ সহ ১০০-রও বেশি জীবাশ্ম পেলেন বিজ্ঞানীরা

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায়শই নানান ধরণের জীবাশ্ম (Fossils) খুঁজে পান বিজ্ঞানীরা। যেগুলি নিত্য-নতুন রহস্যের দিক উদঘাটিত করে। এমতাবস্থায়, সম্প্রতি ইংল্যান্ডের একটি জমি থেকে জুরাসিক যুগের জীবাশ্মের কার্যত “ভান্ডার” পাওয়া গিয়েছে। এই ক্ষেতটি গ্লুসেস্টারশায়ারের উপকণ্ঠে অবস্থিত। পাশাপাশি, এটি গবাদি পশুর চারণক্ষেত্র হিসেবে ব্যবহৃত হত। স্বাভাবিকভাবেই, ১৮ কোটি বছরের পুরোনো রহস্য যে এই চারণক্ষেত্রে লুকিয়ে রয়েছে তা ভাবতেও পারেন নি কেউই!

জানা গিয়েছে, গবেষকরা সম্প্রতি সেখান থেকে মাছের জীবাশ্মের অবশেষ খুঁজে পেয়েছেন। এছাড়াও সামুদ্রিক দানব ইচথিওসরস (Ichthyosaurs) স্কুইড, পোকামাকড় এবং অন্যান্য প্রাচীন প্রাণীর জীবাশ্মও পাওয়া গিয়েছে। এমতাবস্থায়, বিজ্ঞানীরা মনে করছেন যে, এই ক্ষেত্রটি ১৮ কোটি বছর পুরোনো।

এদিকে, খননের সময়, বিজ্ঞানীরা একটি মাছের মাথা সহ ১০০ টিরও বেশি জীবাশ্ম খুঁজে পেয়েছেন, যা সম্পূর্ণরূপে 3D রূপে সংরক্ষিত ছিল। জানা গিয়েছে, ওই মাছটি বিলুপ্তপ্রায় প্রজাতি Pachycomers-এর অন্তর্গত। জীবাশ্মটি একটি চুনাপাথরের উপর তৈরি ছিল। পাশাপাশি, সেটিতে মাছের চোখটির গঠনও স্পষ্ট দেখা গিয়েছে। বার্মিংহাম ইউনিভার্সিটির ফিল্ড জিওলজিস্ট নেভিল হলিংসওয়ার্থ তাঁর স্ত্রী স্যালির সাথে এই স্থানটি আবিষ্কার করেন বলে জানা গিয়েছে।

সম্পূর্ণ সংরক্ষিত মাছ: এই প্রসঙ্গে স্যালি জানান, “এমন কিছু আমরা আগে দেখিনি। এতে মাছটির প্রতিটি অংশ স্পষ্টভাবে দৃশ্যমান রয়েছে। শুধু তাই নয়, চোখের ছিদ্রটিও দেখা যাচ্ছে।” এই দম্পতি এখানে পাওয়া জীবাশ্মগুলি নিয়ে এতটাই উত্তেজিত ছিলেন যে তাঁরা ইতিমধ্যেই “থিঙ্ক সি 3D” নামে একটি কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। যেখানে জীবাশ্মগুলির 3D মডেল তৈরি করা হবে। আর এর ফলে তাঁরা নিবিড়ভাবে সেগুলিকে পর্যবেক্ষণ করতে পারবেন। বিজ্ঞানীদের মতে, একটা সময়ে যুক্তরাজ্যের এই এলাকা সমুদ্রে নিমজ্জিত ছিল।

WhatsApp Image 2022 08 02 at 9.12.13 PM

সমুদ্রের খনিজ পদার্থ হাড়ের জায়গা নিয়েছে: এই প্রসঙ্গে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারের বিজ্ঞানী ডিন লোম্যাক্স বলেন, “পলির কারণে এই জীবাশ্মগুলি সুরক্ষিত ছিল। মাছটি মারা যাওয়ার পর তা নিশ্চয়ই সাগরের গভীরে চলে যায়। সমুদ্রের অবশিষ্ট খনিজ হয়তো এর দাঁত ও হাড়কে প্রতিস্থাপন করেছে।” এদিকে, চলতি মাসে, ওই ক্ষেতটির প্রায় ৮০ মিটার খনন করা হয়েছে। যেখানে অনেকগুলি জীবাশ্মও পাওয়া গেছে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট দল নমুনাগুলির পর্যবেক্ষণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে এবং শীঘ্রই সেই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর