অদ্ভুত কান্ড: কড়াভাবে লকডাউন জারি রাখতে ১৮ জনকে গুলি করল নাইজেরিয়া পুলিশ

ভারতে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় তেরো হাজার জন এবং ৪২০ জন মারা গেছেন।চিনের উহানে শুরু হওয়া এক ভাইরাস এখন কব্জা করেছে গোটা বিশ্বকে। প্রথমে চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত‍্য বিস্তার করেছে এই মারণ ভাইরাস।

সেখানে এখন চলছে মৃত‍্যু মিছিল। আর এর মধ্যেই সবাই দেশের করা ব্যবস্থা নিয়েছেন। নাইজেরিয়া লকডাউন কার্যকর করার জন্য ১৮ জনকে খুন করেছে, COVID-19 প্রায় ১২ জন নিহত হয়েছেন।

tikaaa

বিশ্বজুড়ে বিভিন্ন দেশ  ভারী জরিমানা আদায় করে, গ্রেপ্তার করে বা কেবল তাদের কাছে আবেদন করে লকডাউন নিয়মের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছ।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নাইজেরিয়ার জাতীয় মানবাধিকার কমিশন প্রকাশ করেছে যে আটটি পৃথক ঘটনায় ‘অতিরিক্ত বিচারিক হত্যাকাণ্ডে’ ১৮ জন মারা গেছে।

সম্পর্কিত খবর