ইসলামের নীতি মানতে গিয়ে বিদায় ক্রিকেটকে! ১৮ বছর বয়সেই অবসর ঘোষণা পাকিস্তানের আয়েশার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজব ঘটনা ঘটলো পাকিস্তান ক্রিকেটকে কেন্দ্র করে। ইসলাম (Islam) ধর্ম ও নীতি মেনে নিজের বাকি জীবন কাটাতে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিয়েছেন তরুণ মহিলা ক্রিকেটার আয়েশা নাসিম (Ayesha Naseem)। ১৮ বছর বয়সী এই ক্রিকেটার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) নিজে থেকেই জানিয়েছেন যে তিনি খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আয়েশা ২০২০ সালের মার্চ মাসে পাকিস্তানের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন। তিনি পাকিস্তানের জার্সিতে চারটি ওয়ান ডে ম্যাচে এবং মহিলাদের টি-টোয়েন্টিতে মোট ৩০ বার দেশের প্রতিনিধিত্ব করে। তার আন্তর্জাতিক কেরিয়ার বেশি দীর্ঘায়িত হয়নি ঠিকই জুড়ে, কিন্তু তিনি মোট নিজের স্বল্পদৈর্ঘ্যের কেরিয়ারে ৪০২ রান করেছিলেন।

২০২৩ সালের জানুয়ারিতে যখন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি কুইকফায়ার ক্যামিও খেলার পর তার খ্যাতি আকাশচুম্বী হয়েছিল। সেই ম্যাচে, তিনি মাত্র ২০ বলে ২৪ রান করেন, যার মধ্যে তিনটি ছক্কা এবং একটি চার সামিল ছিল। প্রাক্তন পাকিস্তান অধিনায়ক, ওয়াসিম আক্রম পর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার পারফরম্যান্সের প্রশংসা করেছেন, তার একটি টুইটে তাকে “দুর্দান্ত প্রতিভা” হিসাবে উল্লেখ করেছিলেন।

ভারতের বিরুদ্ধেও গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ব্যাট হাতে ২৫ বলে ৪৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছিলেন। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল বলেই মনে করেন অনেকে। যদিও একটা বড় সংখ্যক পাকিস্তানের ক্রিকেটপ্রেমী ধর্মের কারণে তার এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন।

তবে পাকিস্তানের শিক্ষিত সমাজ এই বিষয়টিকে পাকিস্তান মহিলা ক্রিকেট দলের একটা বড় ক্ষতি বলে মনে করছেন। তাকে অনেকেই মহিলা শাহিদ আফ্রিদি বলে ডাকতেন। এর কারণ হলো তিনি আফ্রিদির মতোই আগ্রাসী ব্যাটিং করতে পছন্দ করতেন। তার মত প্রতিভা যে পাকিস্তানের মহিলা ক্রিকেটের বিকাশে একটা বড় ভূমিকা নিতে পারতো সেটা অনেকেই মানছেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর