১৮৩ জন ‘অযোগ্য’ শিক্ষকের নাম প্রকাশ কমিশনের! হাইকোর্টের নির্দেশের পরই তালিকা বের হল SSC-এর ওয়েবসাইটে

বাংলাহান্ট ডেস্ক : হাইকোর্টের কড়া নির্দেশ। আর তার পরই ১৮৩ জন ‘অযোগ্য’ শিক্ষকদের (183 Fake Teachers List) তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই নিজদের ওয়েবসাইটে হল এই তালিকা প্রকাশ হল সেই।

বৃহস্পতিবার দুপুরে নবম-দশম শ্রেণিতে নিয়োগ হওয়া ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে তালিকা। কিন্তু গতকাল সন্ধের আগেই সেই তালিকা প্রকাশ করে কমিশন।

২০১৬ সালে নেওয়া নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এক চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলাও করেন। তিনি অভিযোগ করেন ওই মেধাতালিকায় যাঁরা নিচের দিকে রয়েছে তাঁদের সুপারিশপত্র দিয়েছে স্বয়ং কমিশন। এই মামলার তদন্তভার সিবিআইকে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এরই সঙ্গে কমিশনের কাছে বিচারপতি জানতে চান, ঠিক কতজন এমন অযোগ্য প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছে? বুধবার আদালতে কমিশন জানায়, অযোগ্য প্রার্থীর সংখ্যাটা হল ১৮৩। তারপর বৃহস্পতিবার সেই ১৮৩ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিচারপতি কমিশনের কাছ থেকে আরও জানতে চান, এই সুপারিশপত্র পাওয়া কতজন এই মুহুর্তে চাকরি করছেন? তবে এই ব্যাপারে আদালতে এখনও কিছু জানাতে পারেনি কমিশন। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, আগামী ৩ ডিসেম্বর এসএসসি কর্তৃপক্ষ, মামলাকারী ও সিবিআই বৈঠক করবেন নিজেদের মধ্যে। জানা যাচ্ছে গাজিয়াবাদ এবং কমিশনের দফতর থেকে বাজেয়াপ্ত হওয়া হার্ডডিস্ক থেকে ইতিমধ্যেই ওএমআর সিটের যে নমুনা দেওয়া হয়েছে তা খতিয়ে দেখে রিপোর্ট দেবে সিবিআই। এই রিপোর্টের পর হয়ত এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা অন্য মোড় নেবে। এমনই মত ওয়াকিবহাল মহলের।


Sudipto

সম্পর্কিত খবর