চিকিৎসকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! ১৯ জনকে তলব করল স্বাস্থ্যভবন

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডের পর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ব্যাপক সচেতন স্বাস্থ্য দপ্তর। এবার আতস কাঁচের তলায় রাজ্যের ১৯জন সরকারি চিকিৎসক (Doctor)। তাঁদের বিরুদ্ধে আভিযোগ উঠেছে, নিয়ম অমান্য করে বিনা অনুমতিতে তারা বেসরকারি জায়গায় চিকিৎসা করছেন। জানা যাচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে কড়া শাস্তির মুখে পড়তে পারেন তাঁরা।

১৯ জন চিকিৎসকে (Doctor) তলব করল স্বাস্থ্যভবন

আগামী ১২ ও ১৯  ফেব্রুয়ারি স্বাস্থ্য ভবনের তদন্ত কমিটি তাদের তলব করেছে। সরকারি হাসপাতালে কর্মরত কোনো চিকিৎসক (Doctor) ‘প্রাইভেট প্রাকটিস করবেন না’, এই মর্মে সম্মতি দিলে তাঁকে বিশেষ ভাতা দেয় স্বাস্থ্য দফতর। কিন্তু অভিযোগ উঠেছে এই সংক্রান্ত সম্মতি জানানোর পর সরকারি ভাতা নিয়েও বেসরকারি জায়গায় স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পে চিকিৎসা করেছেন বেশ কয়েকজন চিকিৎসক।

চিকিৎসকদের (Doctor) বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ভবন। জানা যাচ্ছে আগামী ১২ ও ২০ ফেব্রুয়ারি সেই প্রয়োজনীয় নথিপত্র নিয়র ওই কমিটির সামনে হাজির থাকতে হবে ওই ১৯ চিকিৎসককে। জানা যাচ্ছে ওই চিকিৎসকের মধ্যে কেউ পূর্ব মেদিনীপুরের আবার কেউ বা পশ্চিম মেদিনীপুর কিংবা নদীয়ার বাসিন্দা।

জানা যাচ্ছে, ওই চিকিৎসকদের মধ্যে রয়েছেন,প্রণয় ঘোষ, সায়ন হাজরা, শৈবাল মাইতি, সন্দীপ কুমার প্রামাণিক, সুপ্রতীম গিরি, অমিত কুমার হালদার, শিবশংকর দে, ভজনচন্দ্র সরকার, শরবিন্দু মণ্ডল, দীপঙ্কর প্রধান, দিলীপ কুমার বেরা, আশুতোষ মাল, সমিউল্লা লস্কর, তপন কুমার খাটুয়া, সৌমিক সাহা, দেবদ্যুতি মহাপাত্র, সুশোভন মণ্ডল।

আরও পড়ুন: ‘ঘাড়ে বন্দুক রেখে কেউ পিছন থেকে…’, কড়া ধমক দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি

নন প্র্যাকটিসিং ওই সমস্ত চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, কোন অনুমতি না নিয়েই  স্বাস্থ্যসাথীর অধীনে দীর্ঘদিন ধরে তারা বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করছেন। অথচ তাঁরা নন প্র্যাকটিসিং পোস্টে কর্মরত। তা সত্ত্বেও কোন সরকারি অনুমতি তাঁরা নেননি বলেই অভিযোগ। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই আগামী ১২ ও ২০ ফেব্রুয়ারি দুপুর দু’টো নাগাদ ওই ১৯ জন চিকিৎসককে হাজিরা দেওয়ার  নির্দেশ দিয়েছে তদন্ত কমিটি।

Recruitment

জানা যাচ্ছে, দু’দিন মোট দু’দফায় ওই ১৯ জন চিকিৎসককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি ন’জন ও ২০ ফেব্রুয়ারি ১০ জনকে ডেকে পাঠিয়েছে স্বাস্থ্য ভবন। ওইদিন সঙ্গে করে তাঁদের বেশ কিছু নথিপত্র আনার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি হল বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার আগে তারা কোন অনুমতি নিয়েছেন কিনা, যে হাসপাতালে বর্তমানে তারা কর্মরত রয়েছে সেখানে কত বেতন পান সেই সংক্রান্ত কাগজপত্র অর্থাৎ পে স্লিপ সহ অন্যান্য নথিপত্র। জানা যাচ্ছে, অভিযোগ প্রমাণিত হলে শাস্তির মুখে পড়তে পারেন ওই ১৯ জন চিকিৎসক।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর