‘বাড়ির সামনে মসিজ, মাজারে গাঁই গাঁই করে চলছে ১৯টি মাইক!” হাইকোর্টে গেলেন প্রাক্তন নৌসেনা কর্মী

বাংলা হান্ট ডেস্ক : মসজিদে লাউডস্পিকার (Loudspeaker in Mosque and Mazar Controversy) নিয়ে দ্বন্দ্ব আবারও চরম মাত্রায়। এবার এই ঘটনার বিরুদ্ধে ফুঁসে উঠলেন মুম্বাইয়ের (Mumbai) এক প্রাক্তন নৌসেনা কর্মী। তাঁর দাবি তিনি কম করে ৫০০ বার পুলিসে অভিযোগ করেন, কিন্তু লাভ কিছুই হয়নি। অবশেষে হাইকোর্টের দারস্থ হলেন ওই ব্যক্তি।

মাজার মসজিদে লাউডস্পিকারের অত্যাচারে অতিষ্ঠ ওই প্রাক্তন নৌ সেনা কর্মীর নাম মহেন্দ্র সপ্রে। তাঁর বয়স ৭৫ বছর। তিনি বলেন, তাঁর বাড়ির সামনে একটি বস্তি এলাকা রয়েছে। এখানে অবস্থিত মসজিদ এবং মাজারগুলিতে তীব্র স্বরে লাউডস্পিকার চলে দিন রাত। এর জেরে খারাপ হচ্ছে তাঁর শারীরিক অবস্থা।

mosque loudspeaker 1

মহেন্দ্রর শরীরের অবস্থা যথেষ্ট খারাপ। প্রত্যহ ওষুধ খেতে হয় তাঁকে। তার উপর এই লাউডস্পিকারের অত্যাচারে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে তাঁর। বাধ্য হয়ে দারস্থ হন হাইকোর্টের। এই ঘটনার বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। আগামী ১২ জুন এই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, ৭৫ বছর বয়সী মহেন্দ্র সপ্রে তাঁর স্ত্রীর সঙ্গে বাস করতেন। তাঁর স্ত্রীও ইন্ডিয়ান কেমিক্যাল টেকনোলজির অধ্যাপক। তাঁর বাড়ির সামনেই বাঙ্গালিপুরা নামে একটি বস্তি এলাকা আছে। এখানেই মসজিদ এবং মাজারে মোট ১৯টি লাউডস্পিকার লাগানো আছে।

মহেন্দ্র সপ্রের দাবি, তাঁর হৃৎপিণ্ডে সমস্যা রয়েছে। গুরুতর চিকিৎসাও চলছে তাঁর। প্রত্যহ ওষুধ খেতে হয় তাঁকে। ডাক্তার তাঁকে বলেছেন যতটা বেশি সম্ভব বিশ্রাম নিতে। দিনে অনেকটা সময় ঘুমাতে। কিন্তু ঘুম তাঁর মাথায় উঠেছে লাউডস্পিকারের ধাক্কায়। বাধ্য হয়ে তিনি অভিযোগ দায়ের করেন হাইকোর্টে। এই মামলার পরবর্তী শুনানি হবে ১২ জুন।


Sudipto

সম্পর্কিত খবর