‘জয় শ্রী রাম” লেখা মাস্ক বিলি করায় শেওড়াফুলিতে ১৯ জন RSS কর্মীকে আটক করল পুলিশ!

বাংলা হান্ট ডেস্কঃ ‘জয় শ্রী রাম” ধ্বনি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে গলার কাঁটা হয়ে উঠেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। ২৩ জনুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রী রাম” ধ্বনি দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি দেখিয়ে মঞ্চ ছেড়েছিলেন। তিনি বলেছিলেন যে, সরকারি অনুষ্ঠানে ডেকে এভাবে অপমান করা ঠিক না। ওনার মতে, জয় শ্রী রাম ধ্বনি ওনার কাছে অপমানজনক। আর সরকারি অনুষ্ঠানে তিনি এরকম কোনও ধ্বনি শুনতে রাজি নন।

তবে শুধু সরকারি অনুষ্ঠানই না, তিনি রাজনৈতিক অনুষ্ঠান এবং ব্যক্তিগত ভাবেও জয় শ্রী রাম ধ্বনি পছন্দ করেন না। কারণ ২০১৯ এর লোকসভা ভোটের আগে খড়গপুর থেকে চন্দ্রকোনা রোডের দিকে যাওয়ার সময় জয় শ্রী রাম ধ্বনি শুনে কনভয় দাঁড় করিয়েছিলেন। এবং যারা এই ধ্বনি দিয়েছিল, তাঁদের তাড়াও করেছিলেন। পরে ওই জয় শ্রী রাম ধ্বনি দেওয়া ব্যক্তিদের জেল হেফাজতে পাঠানো হয়। এবং এও শোনা গিয়েছিল যে, তাঁদের বাড়িতে ভাঙচুরও চালানো হয়েছিল।

এছাড়াও বিজেপির সাংসদ অর্জুন সিংয়ের এলাকায় যখন মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রী রাম ধ্বনি দেওয়া হয়েছিল। তখনও তিনি গাড়ি থেকে নেমে তাঁদের তাড়া করেছিলেন এবং মিডিয়ায় সামনে বলেছিলেন যে, আমাকে গালি দিচ্ছে ওঁরা। সেই মুহূর্তে তিনি জয় শ্রী রাম ধ্বনিকে গালাগালির সঙ্গে তুলনা করেছিলেন। আর এরপর জয় শ্রী রাম ধ্বনি দেওয়া ১২ জনকে গ্রেফতারও করেছিল পুলিশ।

সেসব এখন অতীত। তবে সরকারি অনুষ্ঠান হোক আর রাজনৈতিক অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীর যে ‘জয় শ্রী রাম” ধ্বনিতে অ্যালার্জি আছে, সেটা এতদিনে রাজ্যবাসি টের পেয়ে গিয়েছে।

তবে এবার মুখ্যমন্ত্রীর সামনে না। এবার জনতার সামনে জয় শ্রী রাম ধ্বনি দেওয়ায় ১৯ জন RSS এর স্বয়ংসেবককে আটক করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলীর শেওড়াফুলিতে। সেখানে জয় শ্রী রাম লেখা মাস বিলি করার অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

প্রাপ্ত খবর অনুযায়ী, বুধবার সন্ধেয় শেওড়াফুলি স্টেশনের টিকিট কাউন্টারের সামনে RSS এর স্বয়ংসেবকরা জয় শ্রী রাম লেখা মাস্ক বিলি করছিল। খবর পাওয়া মাত্র শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ সেখানে গিয়ে তাঁদের আটক করে। পুলিশের এহেন কাণ্ডের পর ফাঁড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা-কর্মীরা। তাঁরা অভিযোগ করে বলে যে, তৃণমূলের নির্দেশে এহেন কাজ করছে পুলিশ।


Koushik Dutta

সম্পর্কিত খবর