মালিয়া, মোদী, চোকসির থেকে ১৯ হাজার ১১১ কোটি টাকা উদ্ধার! সংসদে জানাল কেন্দ্র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেন্দ্রীয় সরকার সম্প্রতি বিজয় মালিয়া, নীরব মোদী এবং মেহুল চোকসির প্রায় কুড়ি হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। রাজ্যসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী একটি লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, তিন শিল্পপতির মোট ১৯,১১১ কোটি টাকার সম্পদ সরকার কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত এই তিন শিল্পপতি কয়েক বছর আগে ভারতীয় ব্যাঙ্ককে প্রায় ২৩,০০০ কোটি টাকা ফাঁকি দিয়ে কৌশলে বিদেশে পাড়ি দেন।

অর্থ প্রতিমন্ত্রী আজ সংসদে জানান যে, এক সপ্তাহ আগে গত মঙ্গলবার ১৫ই মার্চ পর্যন্ত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে বেশ কিছু পরিমাণ সম্পত্তি তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে থেকে ১৫,০০০ কোটি টাকার বেশি সম্পদ সরকারি ব্যাঙ্কে ফেরত দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে যে এই সম্পদগুলির মধ্যে ৩৩৫ কোটি টাকা ভারত সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পঙ্কজ চৌধুরী দাবি করেছেন গত মঙ্গলবার পর্যন্ত মোট পরিমাণের প্রায় ৮৫ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যাঙ্কগুলির লোকসানের প্রায় ৬৭ শতাংশ সম্পদ তাদের ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও জানান যে, ১৫ই মার্চ ২০২২ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তিনজনের সম্পদ বিক্রি করে ব্যাঙ্ক গোষ্ঠীকে প্রায় ৮০০০ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে।

এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে, তিন শিল্পপতি বিজয় মালিয়া, নীরব মোদী এবং মেহুল চোকসি ব্যাঙ্ক গুলিকে ফাঁকি দিয়ে সমস্ত টাকা নিয়ে বিদেশে যাওয়ার পর কেউ এক জায়গায় অবস্থান করেননি। বিজয় মালিয়া লন্ডনে আছেন আর মেহুল চোকসি এবং নীরব মোদী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগার নাগরিকত্ব নিয়েছেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। ভারত সরকার তাদের বিরুদ্ধে বিদেশী আদালতে ফৌজদারি মামলাও নথিভুক্ত করেছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর