ছোটো থেকে অনেকেই স্বপ্ন দেখে একজন বিজ্ঞানি হওয়ার কিন্তু সেই স্বপ্ন সত্যি করা সবার পক্ষে সম্ভব না। কারন স্বপ্ন সত্যি করার জন্য অদম্য জেদ আর সেই নেশা থাকা দরকার। কিন্তু তার সাথেও যা দরকার তা হলো পড়াশোনা। সেটায় ভালো না হলে পড়াশোনা করা সম্ভব না। এবার সবথেকে বড় ব্যাপার হল সেই নিয়েও অনেকেরি ভাবনা থাকে না। কিন্তু বিহারের মতন এক ছোট শহড়ে থেকেও যে সপ্ন সত্যি করা সম্ভব সেটা দেখা হল।
বিহারের মাত্র ১৯ বছরের এক কিশোর সেই স্বপ্ন সৎ্যি করতে সক্ষম হলেন। ছোট থেকেই সে মেধাবি ছিলো। তার কাছে অসাধ্য বলে এমন কিছুই ছিলো না। পাশাপাশি গ্রামের এক সাধারন পরিবারে জন্ম হয়েও সে স্বপ্ন দেখত একদিন সে বিজ্ঞানি হবে। আর সেই পথ দিয়ে তার জীবনে এগিয়ে চলা শুরু হয়। এরপর একের পর এক উঠতি পড়তি ঠেলে সে এগিয়ে যায় তার চলার পথে। ২০১৪ সালে ক্লাস ১০ এ পড়ার সময় থেকে তিনি আরো মনের দিক থেকে কঠোর হয়ে ভেবে চলেন তিনি বিজ্ঞানি হবেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার তাকে এন আহমেদাবাদ পাঠিয়ে দেন।
সেখান থেকে গোপাল প্রায় ৬টি আবিস্কার করে। দুনিয়ায় নিজস্ব জিনিস বানিয়েছেন এমন যত জন বিজ্ঞানি আছে তারা সকলেই নামকরা আর সেই তালিকায় নাম জুড়ে গেছে এবার গোপালের। আর এইভাবে সে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছে। আগামী মাসে হতে ছলেছে বিস্বের সবথেকে বড় সায়েন্স ফেয়ার সদেখানে অংশ নেবে অনেক বিজ্ঞানী। সেখানেও আমরা দেখতে পাবো গোপাল কে।
তার পাশাপাশি সে আরো নতুন কিছু বানাবে এমন কিছু আশা করছে সকল ভারতবাসী । প্রত্যেক ভারতীয়দের কাছে গোপাল এখন গর্ব, তার নাম আমাদের বেশ কে এগিয়ে নিয়ে গেছে। এমন কি নাসা-এর দেওয়া অফার ছুঁড়ে ফেলে দিয়েছে সে, কারন সে দেশের জন্য কাজ করতে চায়।