বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক বছরে ভারতে (India) বেকারত্ব বৃদ্ধি পেয়েছে রকেটের গতিতে। আর তার সাথেই রয়েছে মূল্যবৃদ্ধি। একদিকে সংসার চালাতে যখন নাভিশ্বাস ওঠার অবস্থা দেশের মধ্যবিত্ত সমাজের, তখনই ভারতীয় ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণ প্রকাশ করে চাঞ্চল্য ফেলে দিল গ্লোবাল রিয়েল এস্টেট কনসালটেন্ট ‘নাইট ফ্র্যাঙ্ক’।
ভারতের (India) ধনকুবেরদের সম্পদ
ভারতীয় সমাজ ব্যবস্থায় আদতে যে প্রদীপের নিচে অন্ধকারই বিরাজমান তারই যেন জ্বলন্ত উদাহরণ এই রিপোর্ট। ‘দ্য ওয়েল্থ রিপোর্ট ২০২৫’-এ দেখা যাচ্ছে, বিশ্বের সর্বোচ্চ ধনকুবেরদের (Billionaire) সম্পদের নিরিখে ভারতের অবস্থান তৃতীয়। রিপোর্টে ভারতের (India) আগে রয়েছে শুধুমাত্র আমেরিকা ও চিন।
আরও পড়ুন : “আমি মিম মেটিরিয়াল…”, স্বামী-স্ত্রী থেকে দাদা-বোন! বিতর্ক নিয়ে বিষ্ফোরক ‘ফুলকি’ দিব্যানী
গ্লোবাল রিয়েল এস্টেট কনসালটেন্ট ‘নাইট ফ্র্যাঙ্ক’ প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের ১৯১ জন বিলিওনেয়ারের মোট সম্পদের পরিমাণ ০.৯৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মূল্যে যা প্রায় ৮২ লক্ষ কোটিরও বেশি। ‘দ্য ওয়েল্থ রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০২৪ সালে ১ কোটি বা ১০ মিলিয়ন ডলারের বেশি সম্পদ রয়েছে এমন ভারতীয়র সংখ্যা ৮৫ হাজার ৬৯৮ জন।
আরও পড়ুন : “ম্যাচিওর” হিরোর কমবয়সী নায়িকা, “বাবা-মেয়ে” বলে ট্রোল! রুবেল-জিতুর থেকে কত ছোট মোহনা-দিতিপ্রিয়া?
ভারতে (India) ২০২৩ সালে এমন হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজিুয়ালের (যাদের অর্থের পরিমাণ ১ কোটি বা ১০ মিলিয়ন ডলারের বেশি) সংখ্যা ছিল ৮০ হাজার ৬৮৬। পাশাপাশি রিপোর্টে এও দাবি করা হয়েছে, ২০২৮ সালের মধ্যে ভারতে হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজিুয়ালের সংখ্যা ছুঁয়ে ফেলতে পারে ৯৪ হাজারের গণ্ডি।
‘দ্য ওয়েল্থ রিপোর্ট ২০২৫’-এ উল্লেখ করা হয়েছে, আমেরিকা ও চিনে ধনকুবেরদের মোট সম্পদের পরিমাণ যথাক্রমে ৫.৭ লক্ষ কোটি ডলার ও ১.৩৪ লক্ষ কোটি ডলার। পাশাপাশি, ৯৫০ কোটি ডলারের সম্পদ নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছেন ভারতীয় বিলিওনেয়াররা। নাইট ফ্র্যাঙ্ক ইন্ডিয়ার চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর শিশির বাইজলের কথায়, ‘ নতুন নতুন শিল্প, বহুমুখী উদ্যোগ ও বিশ্বায়নের জেরে ধনকুবেরের সংখ্যা অভূতপূর্ব গতিতে বাড়ছে।’