১ কোটি করতে পারলো না ৭৭ লাখে থেমে গেলো বঙ্গ বিজেপির সদস্য অভিযান

বাংলাহান্ট –নরেন্দ্র মোদী ও অমিত সাহের হাত ধরে বিজেপির সদস্য অভিযান শুরু করা হয়েছিল। সেখানে বেশকিছু রাজ্যকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলা হয়েছিল তার মধ্যে অন্যতম বাংলা। সেখানে ৫০ লক্ষ সদস্যসংখ্যা টার্গেট দেয়া হয়েছিল কিন্তু

সেই টার্গেট যখন পূরণ হয়ে যায়। তখন আরো দশ লক্ষ টার্গেট দেয়া হয়, সেই লক্ষ্য পূরণ করার পর বিজেপি রাজ্য নেতৃত্ব দাবি করেছিল তারা এক কোটি সদস্য সংখ্যা গ্রহণ করবে কিন্তু বাস্তবে তা হলো না, কিছুটা হলেও চাপের মুখে পড়তে হলো রাজ্য বিজেপি কে।

কেন্দ্র বিজেপির কাছে ইতিমধ্যে যে পৌঁছেছে তাতে ৭৭ লক্ষ মানুষ রাজ্য থেকে সদস্য সংগ্রহ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব জানিয়েছে। এই টার্গেট আরো বাড়িয়ে দেওয়ার জন্য আগামী ডিসেম্বর মাস পর্যন্ত বিজেপি সদস্য সংগ্রহ অভিযান করবে

img 20140607 201516

বিজেপি পক্ষ থেকে আজ বিজেপি সদর দপ্তরে বিজেপি নেতা বলেন আমরা নেতৃত্ব পূরণ করেছি কিন্তু রাজ্যের যে এক কোটি সদস্য সংখ্যা আমরা টার্গেট ছিল তা কিছুটা হলেও কম রয়েছে,

সেটি ডিসেম্বরের মধ্যে পূরণ হয়ে যাবে এবং মানুষ যে আনন্দ সাথে বিজেপিতে আসছে তা আরো একবার প্রমাণ হয়ে যাবে।01modi mem3

বিরোধীরা বলছে কিছুটা হলেও বিজেপির পক্ষ থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে মানুষ তাই এক কোটি সদস্য সংখ্যা করতে পারল না বিজেপি কিন্তু এই ৭৭ হাজার সদস্য সংখ্যা বুথ থেকে শুরু করে গ্রাম লেভেলে সাধারণ

মানুষের কাছে এই সংখ্যা পৌঁছে গেছে বিজেপি নেতৃত্ব দাবি করেছে পূজোর মধ্যেই তারা এক কোটি সদস্যসংখ্যা লক্ষ্যে পৌঁছে যাবে। জলপাইগুড়ি জেলা সব থেকে বেশি সর্দস্য সংখ্যা গ্রহন করেছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর