দারুণ খবর! 59 টাকায় পাওয়া যাবে এক কেজি পেঁয়াজ

বাংলা হান্ট ডেস্ক : দেশ জুড়ে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। এতটাই দাম বেড়ে গিয়েছে যে সকলের নাগালের বাইরে পৌঁছেছে। শুধুমাত্র ভারত নয় বাংলাদেশেও পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল অনেকটাই। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চলতি মাসের মধ্যেই মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ ভারতে আমদানি করার কথা জানিয়েছেন।

কিন্তু এখনও অবধি পেঁয়াজের যা দাম তাতে মধ্যবিত্তদের ধরা ছোঁয়ার বাইরে পৌঁছেছে পেঁয়াজের দাম। তাই এ বার পেঁয়াজেও মিলবে ভর্তুকি তাই তো এ বার রেশন থেকেও পাওয়া যাবে পেঁয়াজ।  পশ্চিমবঙ্গে পেঁয়াজের দাম কমানোর জন্য বিভিন্ন জেলায় জেলায় তদারকি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি করা হয়েছিল।

তাই আজ থেকেই রাজ্য সরকারের ভর্তুকি নিয়ে পেঁয়াজের দাম পড়বে প্রতি কেজি 59 টাকা। কারণ রাজ্য সরকারের তরফে পাইকারি বাজার থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ কিনে 935 টি কাউন্টারে পাঠানো হবে। রবিবার মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, ডিরেক্টর অফ রেশনিং এবং খাদ্য দফতরের সহসচিব সহ খাদ্য দফতরের ও কৃষি বিপণন দফতরের আধিকারিকরা একটি প্রশাসনিক বৈঠকে উত্তর ও দক্ষিণ কলকাতার রেশন দোকানে পেঁয়াজ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।8THONION

আর এ দিন ন্যায্যমূল্য দোকানের মালিকরা বৈঠকে উপস্থিত ছিলেন আর সেখানেই বেশ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে যার মধ্যে ন্যায্যমূল্যে কানে পেঁয়াজের ভর্তুকি দিয়ে বিক্রি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই প্রতিদিন 90 পেঁয়াজের প্রয়োজন হবে বলে জানানো হয়েছে রাজ্যের খাদ্য দফতরের তরফে।

উল্লেখ্য মাত্র সাত দিনের মধ্যে দেশে পেঁয়াজের আমদানি করা নিয়ে বলতে গিয়ে কেন্দ্রীয় খাদ্য উপভোক্তা মন্ত্রী রামবিলাস পাসওয়ান টুইট করে জানিয়েছিলেন, পেঁয়াজের সরবরাহ সহজ করার জন্য এম এমটিসি মিশর থেকে হাজার নব্বই টন এবং তুরস্ক থেকে 11 হাজার টন পেঁয়াজ আমদানি করছে, যা 15 ডিসেম্বর থেকে 15 আর মারের মধ্যেই পাওয়া যাবে। এবং জানুয়ারির মাঝামাঝি সময় থেকে আরও 4 হাজার টন পেঁয়াজ বাজারে আসবে। যার জন্য নতুন করে তিন বারও রাখা হয়ে গিয়েছে।

সম্পর্কিত খবর