চূড়ান্ত হল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশ, এই দুজনকে বাদ দিচ্ছেন কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল চলতি মাসের ২৬ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে অভিযান শুরু করবে। তার আগে ভারতের টেস্ট দলের সদ্য নির্বাচিত সহ-অধিনায়ক রোহিত শর্মা চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। হ্যামস্ট্রিং এবং আঙুলে চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেননা তিনি। রোহিত না থাকায় প্রত্যাশিত প্রথম একাদশে হতে পারে কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তন।

রোহিত না থাকায় তার জায়গায় সুযোগ পেতে চলেছেন ময়ঙ্ক আগরওয়াল। লোকেশ রাহুলের সাথে ওপেনিংয়ে তাকেই জুটি বাঁধতে দেখা যেতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। রোহিতের অনুপস্থিতিতে ওপেনিং স্পটে তিনি অটোমেটিক চয়েস।

mayank

সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে মিডল অর্ডারে। অফফর্মের কারণে দীর্ঘদিন ব্যাটে রান নেই একসময় ভারতীয় দলের মিডল অর্ডারের স্তম্ভ হয়ে ওঠা অজিঙ্কা রাহানের। চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। চোট সারলেও প্রথম একাদশে তার জায়গা পাওয়া মুশকিল। কারণ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের যোগ্যতা করেছেন শ্রেয়স আইয়ার। রাহানের বদলে তিনিই হয়তো পাঁচ নম্বরে সুযোগ পেতে চলেছেন।

Iyer 1720x900

এরপর দলে প্রত্যাবর্তন করা রিশভ পন্থ ছয় নম্বরে থাকতে পারেন। গত সিরিজে তিনি বিশ্রামে থাকায় সুযোগ পেয়েছিলেন ঋদ্ধিমান। কিন্তু পন্থের প্রত্যাবর্তন তাকে বেঞ্চে বসতে বাধ্য করবে। তারপর অশ্বিন সম্ভবত দলের একমাত্র স্পিনার হিসাবে জায়গা পাবেন। বুমরা এবং সামির সাথে সিরাজের জায়গা প্রথম একাদশে প্রায় পাকা। অফফর্মে থাকা ইশান্ত সুযোগ পাবেন না তা একপ্রকার নিশ্চিত। চর্তুথ পেসার বা পিচ বুঝে সেই জায়গায় একজন অতিরিক্ত স্পিনার খেলানো যায় কিনা সেই সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

Reetabrata Deb

সম্পর্কিত খবর